× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মোড়েলগঞ্জের ফেরিঘাট-বহরবুনিয়া সড়কের নির্মাণ কাজের উদ্বোধন

মোড়েলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি

২৫ মার্চ ২০২২, ০৮:১১ এএম

বাগেরহাটের মোড়েলগঞ্জ পৌর সদরের বারইখালী ফেরিঘাট থেকে বহরবুনিয়া ইউনিয়ন সড়কের নির্মাণ কাজের উদ্ধোধন করা হয়েছে।

শুক্রবার (২৫ মার্চ) সকালে বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সর্ম্পকিত স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলন এ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন।

সে সময় ফেরিঘাট চত্বরে এক উদ্বোধনী সভার আয়োজন করা হয়েছে। বারইখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আউয়াল খান মহারাজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মো.আরিফুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট তাজিনুর রহমান পলাশ।

সভা শেষে স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয় সর্ম্পকিত স্থায়ী কমিটির সদস্য ও আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলন বলেন, বর্তমান সরকারের উন্নয়নে এগিয়ে যাচ্ছে দেশ। যোগাযোগ ব্যবস্থা যত উন্নয়ন হবে, দেশ হবে তত উন্নয়ন। দক্ষিণাঞ্চলের মানুষের প্রাণের দাবি পদ্মা সেতু আজ দৃশ্যমান। এ বছরেই খুলে যাবে পদ্মা সেতু। ফলে ব্যাপক উন্নয়ন হবে এ দক্ষিণাঞ্চলের মানুষের।

সভা শেষে প্রধান অতিথি অ্যাডভোকেট আমিরুল আলম মিলন ২২ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে তিনশ’ ১২ মিটার সড়ক নির্মাণ কাজের ফলক উন্মোচন করেন। পর্যায়ক্রমে ১২ কিমি. পর্যন্ত এ সড়ক নির্মাণ হবে বলে এলজিআরডি দপ্তর জানায়।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.