× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

‘মতলব উত্তরে সড়কে ড্রেজারের পাইপ: চলাচলে ভোগান্তি’ সংবাদ প্রকাশের পর উচ্ছেদ কার্যক্রম শুরু

মতলব (চাঁদপুর) প্রতিনিধি

২৫ মার্চ ২০২২, ০৮:২৪ এএম

অবৈধ ড্রেজারের পাইপলাইন অপসারণ করছে কর্তৃপক্ষ। ছবি: সংবাদ সারাবেলা

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বিভিন্ন ইউনিয়নে সড়ক ও কৃষিজমিতে দীর্ঘদিন ধরে রয়েছে ড্রেজারের পাইপলাইন। এ নিয়ে চরম ভোগান্তিতে আছেন স্থানীয় বাসিন্দারা।

তবে এ ধরনের প্রতিবন্ধকতার বিরুদ্ধে কোন পদক্ষেপ না নেওয়ার কারণে উপজেলার বাইসপুর, চরমাছুয়া, জনতাবাজার, এখলাছপুর, নতুন বাজার, মোহনপুর, দশানী, দশানী বাজার, ফরাজীকান্দি, কলাকান্দা, সুলতানাবাদ, ষাটনল, বাগানবাড়ি ইউনিয়নসহ বিভিন্ন ইউনিয়ন জুড়ে রাস্তার ওপর দিয়ে ড্রেজারের পাইপের লাইন টানা হয়েছে।

সূত্র জানায়, রাস্তা দখল করে পাইপ নেওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা থাকলেও তা উপেক্ষা করে কৃষিজমি ও রাস্তার ওপর পাইপ নিয়ে রমরমা ব্যবসা করছে স্থানীয় প্রভাবশালীরা বালু ব্যবসায়ীরা।

সড়ক ছাড়াও ফসলি জমির উপর দিয়ে কাচা রাস্তার মাটি কেঁটে নিচ ও ওপর দিয়ে নেওয়া হয়েছে ড্রেজারের পাইপ। এসব জায়গায় পাইপের ওপর মাটি ফেলে কয়েক ফুট উঁচু করা হয়েছে। এতে চলাচলে প্রতিবন্ধকতার পাশাপাশি প্রায়ই ঘটছে দুর্ঘটনা।

গত ১৬ ফেব্রুয়ারি দৈনিক সংবাদ সারাবেলা পত্রিকায় ‘মতলব উত্তরে সড়কের উপর ড্রেজারের পাইপ: যানবাহন চলাচলে চরম ভোগান্তি’  শিরোনামে একটি সংবাদ প্রকাশের পর চাঁদপুর  জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট  অঞ্জনা খান মজলিশের নির্দেশনায় গতকাল বৃহস্পতিবার (২৪ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত  মতলব উত্তর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালিত হয়। এ সময়ে রাস্তায় যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী লোহার পাইপ অপসারণ করা হয় ৷

দিনব্যাপি উচ্ছেদ অভিযান পরিচালনা করেন মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার গাজী শরীফুল হাসান ৷ এসময় উপজেলার কলাকান্দা,ষাটনল, রুইতারপারসহ বিভিন্ন এলাকায় সড়কের ওপর থেকে ছয়টি ড্রেজার পাইপ অপসারণ করা হয় এবং কৃষিজমি থেকে বালু উত্তোলনকালে  ড্রেজার মালিকদের  না পেয়ে দুইটি ড্রেজার পাইপ বিনষ্ট করা হয় ৷

এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ হেদায়েত উল্লাহ ও মতলব উত্তর থানা পুলিশের একটি চৌকসটিম ৷

মতলব উত্তর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী শরিফুল হাসান বলেন, রাস্তার উপরে অবৈধভাবে ড্রেজারে পাইপ বসানোর কোন সুযোগ নেই। রাস্তার উপরে ড্রেজারের পাইপ বসিয়ে কেউ যেন, যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি না করে। এর পরেও যদি কেউ করে তার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেয়া হবে। আমাদের পক্ষ থেকে ড্রেজার পাইব অপসারণ অভিযান অব্যাহত থাকবে ৷

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.