× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

স্বাধীনতার ৫০ বছর পর সাতক্ষীরার বধ্যভূমিতে অস্থায়ী স্মৃতিসৌধ নির্মাণ

সাতক্ষীরা প্রতিনিধি

২৫ মার্চ ২০২২, ০৯:২৯ এএম । আপডেটঃ ২৫ মার্চ ২০২২, ০৯:২৯ এএম

আলোচনা সভায় অতিথিরা বক্তব্য রাখছেন। ছবি: সংবাদ সারাবেলা

জেলা প্রশাসনের উদ্যোগে সাতক্ষীরা শহরের কাটিয়া আমতলায় দীনেশ কর্মকারের বাড়িতে বধ্যভূমি সংরক্ষণে অস্থায়ী স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে।

শুক্রবার (২৫মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে নবনির্মিত শহীদ বেদীতে জেলা প্রশাসন, জেলা পুলিশ প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়, সাতক্ষীরা বধ্যভূমি সংরক্ষণ ও স্মৃতিসৌধ নির্মাণ কমিটির পক্ষ থেকে পুষ্পস্থাবক অর্পণ করা হয়।

পরে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহম্মেদ রবি।

এ সময় আরও বক্তব্য রাখেন সাতক্ষীরা পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান, সাতক্ষীরা সিভিল সার্জন মো. হুসাইন সাফায়াত, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, বধ্যভূমি সংরক্ষণ ও স্মৃতিসৌধ নির্মাণ কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সুভাষ সরকার, জেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মশিউর রহমান মশু,  সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ দাস প্রমুখ।

বক্তারা ১৯৭১ এর গণহত্যা দিবসের ৫০ বছর পর হলেও অস্থায়ী স্মৃতিসৌধ নির্মিত হওয়ায় আনন্দ প্রকাশ করেন।

জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির বলেন, সাতক্ষীরা উচ্চ বিদ্যালয় চত্বরে শুক্রবার অস্থায়ী স্মৃতিসৌধ নির্মাণ করা হলেও মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে পাঠানো আবেদনটি পেলেই নির্ধারিত নকশা অনুযায়ি দীনেশ কর্মকারের জমির নির্ধারিত বধ্যভূমিতে স্থায়ী স্মৃতিস্থম্ভ নির্মাণ করা হবে।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.