× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

লামায় কিশোরীকে অপহরনের পর ধর্ষণ, গ্রেপ্তার ২ যুবক

মোহাম্মদ আবুল হাশেম, বান্দরবান লামা প্রতিনিধি।

১০ এপ্রিল ২০২৫, ১৬:৫২ পিএম

ছবিঃ সংগৃহীত।

বান্দরবানের লামা উপজেলার শিলেরতুয়া এলাকা থেকে ১৬ বছরের এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে লামা পৌরসভার শিলেরতুয়া মুইংতং রিসোর্ট থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- মাহি (১৮) লামা পৌরসভার পশ্চিমপাড়া এলাকার জসিমের ছেলে ও হাসান মাহমুদ (২২) একই পৌরসভার শিলেরতুয়া নয়াপাড়া এলাকার সাইদুর রহমানের ছেলে।

জানা যায়, আটক মাহি গত মঙ্গলবার রিসোর্ট মালিক হাসান মাহমুদকে ফোন দিয়ে রুম বুকিং দে। পরে গতকাল বুধবার (৯ এপ্রিল) ১২ টা দিকে এক কিশোরীকে বিয়ের প্রলোবন দেখিয়ে লামা বাজার থেকে মাহি আগে বুকিং দেওয়া উপজেলার শিলেরতুয়া মুইংতং রিসোর্টে নিয়ে যায়। পরে রিসোর্ট মালিকের সহযোগিতাই স্থানীয় শুভ ও ইফাতসহ অজ্ঞাতনামা কিছু যুবক রুমে ডুকে মাহি ও কিশোরীরে আপত্তিক অবস্থাই ভিডিও ধারণ করে তাদেরকে রুমে আটকে রেখে মারধর করে টাকা দাবী করে। পরে পুলিশ গিয়ে কিশোরীকে উদ্ধার করে প্রেমিক মাহিসহ রিসোর্ট মালিককে আটক করে।


কিশোরীর মা সাংবাদ সারাবেলা কে বলেন, বুধবার দুপুর ১২টার দিকে আমার মেয়ে লামা বাজারে আসলে এরপর আর খুঁজে পায় না, মেয়ের মোবাইল ফোনে বন্ধ ফেলে আত্মীয়-স্বজনসহ বিভিন্ন দিকে খোঁজাখুঁজি করার পর পাওয়া যায়। পরে রাতে মেয়ের ফোন থেকে একটা ফোন আসে তখন ফোনে কিছু যুবক বলেন আপনার মেয়ে আমাদের কাছে আটক রয়েছে, ৫০ হাজার টাকা নিয়ে আসেন না হলে আপনার মেয়ের আপত্তিকর কিছু ভিড়িও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিবো। আমি তখন কোন উপাই না পেয়ে লামা থানায় হাজির হয়ে ঘটনাটি বলার পর মুইংতং রিসোর্ট থেকে আমার মেয়েকে উদ্ধার করে। তিনি বাদী হয়ে ধর্ষন, অপহরণ ও চাদাবাজির অভিযোগ করে লামা থানায় একটি মামলা রুজ করে।


 লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: তোফাজ্জল হোসেন বলেন, এ ঘটনায় মামলা করা হয়েছে। এজাহারভুক্ত দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে অন্য আসামিদেরও গ্রেপ্তার করা হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.