× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বগুড়ায় কারাগারে বন্দিরা পেলেন করোনার টিকা

১৮ ডিসেম্বর ২০২১, ১৯:৩৫ পিএম

বগুড়া জেলা কারাগারের এক হাজার ৭২০ বন্দিকে করোনার টিকা দেওয়া হয়েছে। শনিবার এ তথ্য নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সাজ্জাদ-উল-হক।

এর আগে, শুক্রবার কারাগারের বন্দি থাকা কয়েদি (সাজাপ্রাপ্ত) ও হাজতিদের করোনা টিকার প্রথম ডোজ (ফাইজার) দেওয়া হয়। ওইদিন সকাল ৯টা থেকে বিকেল চারটা পর্যন্ত টিকাদান কার্যক্রম চলে। 

একমাস পর একইভাবে তাদের টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হবে। এরমধ্যে কেউ জামিনে বের হয়ে আসলে টিকা কার্ড দেখালেই তারা টিকার দ্বিতীয় ডোজ পাবেন।

ডা. সাজ্জাদ-উল-হক জানান, জেলার সকল নাগরিক-বাসিন্দাকে করোনা ভ্যাকসিনের আওতায় আনা হবে। এরই অংশ হিসেবে কারাবন্দিদেরও ভ্যাকসিন দেওয়া হয়েছে।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.