× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দুই দিনে রাজধানীতে ফিরেছেন ২০ লাখ মানুষ

নিজস্ব প্রতিবেদক

০৭ মে ২০২২, ১৬:০৯ পিএম

পাটুরিয়া ঘাট থেকে তোলা ছবি। ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর উদযাপন কর‌তে প্রায় এক কোটি মানুষ ঢাকা ছেড়েছিল। তা‌দের মধ্যে ২০ লাখ মানুষ গত বৃহস্পতিবার (৫ মে) ও গতকাল শুক্রবার (৬ মে) এই দুই দিনে রাজধানী‌তে ফি‌রে‌ছেন।

আজ শনিবার (৭ মে) বিকেলে মোবাইল অপারেটরদের বরাত দিয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এ তথ্য জানিয়েছেন।

মোস্তাফা জব্বার জানান, ঈদের ছুটি শেষে গত ৫ মে ঢাকায় ফিরেছেন ছয় লাখ ৩২ হাজার ৪৮৫ জন মোবাইল সিম ব্যবহারকারী। আর গতকাল শুক্রবার (৬ মে) এসে‌ছেন ১৩ লাখ ৯৭ হাজার ৬৮০ জন। সব মি‌লি‌য়ে গত দুই দি‌নে ২০ লাখ ২৯ হাজার ১৬৫ জন সিম ব্যবহারকারী দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকা এসেছেন।

তিনি আরো জানান, অনেক মানুষের কাছে একাধিক সিম রয়েছে। আবার অনেক পরিবার ঢাকা ছেড়েছে, যাদের শিশু বা কিশোরদের কাছে মোবাইল নেই। ঈদে সবচেয়ে বেশি সংখ্যক গ্রামীণফোনের গ্রাহক ঢাকার বাইরে গিয়েছেন। আর ঢাকা ছাড়া মানুষের মধ্যে সবচেয়ে কম ছিল টেলিটকের গ্রাহক।

এর আগে ঈদযাত্রায় প্রায় এক কোটি মানুষ ঢাকা ছেড়েছিল। যার মধ্যে ঈদের আগে গত ১ মে একদিনে সর্বোচ্চ ২৯ লাখ সিম ব্যবহারকারী ঢাকা ছা‌ড়েন।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, ঈদযাত্রায় গত ১ মে পর্যন্ত তিন দিনে রাজধানী ছেড়ে যাওয়া সিমের সংখ্যা ৭২ লাখ পাঁচ হাজারের মতো। এর আগের দুদিনে আনুমানিক ৩০ লাখ সিম ঢাকার বাইরে গেছে। সিমের মোট সংখ্যা ১ কোটি মানুষ ঢাকা ছেড়েছে।

গত মঙ্গলবার (৩ মে) দেশে ঈদুল ফিতর উদযাপিত হয়। ঈদের ছুটি শেষে বৃহস্পতিবার (৫ মে) খুলে ব্যাংক-বিমা, অফিস-আদালত।

তবে ঈদের পর প্রথম কর্মদিবসের পরের দিন শুক্রবার হওয়ায় অনেকেই গত বৃহস্পতিবার (৫ মে) অতিরিক্ত ছুটি কাটিয়েছেন। যার ফলে শুক্রবার থেকে রাজধানীতে কর্মমুখী মানুষের ফেরার চাপ বাড়তে থাকে। ফিরতি পথে গণপরিবহন পেতে নানা ভোগান্তিতে পড়তে হচ্ছে মানুষকে।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.