× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কর্মস্থলে ফিরলেও, ট্রেনের দায়িত্ব পাননি সেই টিটিই শফিকুল

পাবনা প্রতিনিধি

০৯ মে ২০২২, ০৭:২৭ এএম

শফিকুল ইসলাম (৩৮)। ছবি: সংগৃহীত

পাবনার ঈশ্বরদীর আলোচিত ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক (টিটিই) শফিকুল ইসলাম (৩৮) বরখাস্তের আদেশ প্রত্যাহার ও স্বপদে বহালের আদেশের পর আজ সোমবার (৯ মে) কর্মস্থলে ফিরেছেন।

আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি ঈশ্বরদী জংশন স্টেশনের টিটি ইজ হেড কোয়াটারে যোগ দেন। তবে তাকে এখনো ট্রেনের দায়িত্ব বণ্টন করা হয়নি।

এর আগে আজ সকাল ১০টার দিকে যোগ দিতে ঈশ্বরদী জংশন স্টেশনে টিটি ইজ হেডকোয়ার্টারে পৌঁছান।

গতকাল রবিবার (৮ মে) বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তার (ডিসিও) কার্যালয় থেকে শফিকুলকে কাজে যোগদানের অনুমতি দেয়া হয়। 

সেই আদেশে আজ দুপুর সাড়ে ১২টার দিকে টিটি ইজ ইন্সপেক্টর ঈশ্বরদী জংশন হেডকোয়ার্টারে কার্যালয়ে এসে পৌঁছার পর কাজে যোগদানের আবেদন করেন শফিকুল।

এক প্রতিক্রিয়ায় শফিকুল বলেন, কর্মস্থলে ফিরতে পেরে আমি খুশি। তবে ট্রেনে দায়িত্ব বণ্টন করা হয়নি। হয়তো আগামীকাল মঙ্গলবার থেকে দায়িত্ব পালন করতে পারবো।

উল্লেখ্য, গেল গত বৃহস্পতিবার (৫ মে) রাতে রেলমন্ত্রীর আত্মীয় পরিচয়ে বিনা টিকিটে ট্রেনে ওঠা তিন যাত্রীকে জরিমানাসহ ভাড়া আদায় করলে টিটিই শফিকুলকে বরখাস্ত করা হয়।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.