× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শিমুলিয়া-বাংলাবাজার রুটে লঞ্চ-স্পিডবোট চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক

১০ মে ২০২২, ১৬:০৪ পিএম

ছবি: সংগৃহীত

বৈরী আবহাওয়ায় শিমুলিয়া-বাংলাবাজার ও মাজিকান্দি নৌরুটে অনির্দিষ্টকালের জন্য লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ।

আজ মঙ্গলবার (১০ মে) রাতে শিমুলিয়া ঘাটের নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের সহকারী পরিচালক শাহাদাত হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, ভারী বৃষ্টিপাত ও বাতাসের তীব্র বেগের কারণে নৌযান চলাচল ব্যাহত হচ্ছে। ফলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ দুই রুটে নৌযান চলাচল বন্ধ থাকবে।

শাহাদাত হোসেন আরো জানান, এ দুই রুটে ৮৫টি লঞ্চ রয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে সবগুলো লঞ্চ চালবে।

বিআইডাব্লিউটিএ শিমুলিয়াঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মো. মাহবুব জানান, প্রতিকূল আবহাওয়ার কারণে দুপুরে আধাঘণ্টা ফেরি চলাচল বন্ধ রাখা হয়। তবে এখন চলাচল স্বাভাবিক রয়েছে। ঘাটে পারাপারের অপেক্ষায় কোনো যানবাহন নেই। এ নৌরুটে ১০টি ফেরি চলাচল করছে।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.