× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সিএনজিতে করে গরু চুরি করতে গিয়ে আটক

মৌলভীবাজার প্রতিনিধি

৩০ মে ২০২২, ০৯:৫৭ এএম । আপডেটঃ ৩০ মে ২০২২, ১০:০৩ এএম

প্রতীকী ছবি

নিজের মালিকানাধীন সিএনজি চালিত অটোরিকশা নিয়ে গরু চুরি করতে যেয়ে ধরা পরেছে রাজনগরের কনা মিয়া।সে উপজেলার নোয়াপাড়া বেড়কুড়ি গ্রামের সামা মিয়ার পুত্র। পরে গ্রামবাসী তাকে  গণপিটুনি দিয়ে  সিএনজিসহ পুলিশে সোপর্দ করে।

পুলিশ ও স্থানীয় সুত্র জানায় আজ সোমবার ভোররাতে কনা মিয়া নিজের সিএনজি নিয়ে জুড়ী উপজেলায়  সাগরনাল ইউনিয়নের দক্ষিণ বড়ডহর গ্রামে গরু চুরি করতে যায়। সে গ্রামের হারিছ আলীর একটি গরু সিএনজিতে করে নিয়ে যাওয়ার চেষ্টা করলে গ্রামবাসী তাকে ধরে ফেলে।পরে গণপিটুনি দিয়ে স্থানীয় জনতা তাকে সাগরনাল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে  নিয়ে আটকে রাখে। খবর পেয়ে জুড়ী থানার পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসে।

স্থানীয় বাসিন্দা হারুন মিয়া বলেন,প্রায় সময় আমাদের এলাকায় গরু চুরি হয়। দূর থেকে এসে গাড়ি  করে চোরেরা  চুরি করে। তাই চেইলেও আর চুরি হওয়া গরু ছাগল পাওয়া যায় না।

জুড়ী থানা পুলিশের অফিসার ইনচার্জ(ওসি) সঞ্জয় চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদ সারাবেলা কে   বলেন,ইউনিয়ন অফিস থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.