× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রুবাইয়াতের ‘শুধুই তোমার’

বিনোদন প্রতিবেদক

১৮ ডিসেম্বর ২০২২, ০৮:২৮ এএম

লন্ডন প্রবাসী বাংলাদেশী সঙ্গীতশিল্পী রুবাইয়াত জাহানের কথা ও সুরে তার নিজেরই কন্ঠে ধ্রুব মিউজিক স্টেশনে এরইমধ্যে প্রকাশিত হয়েছে ‘শুধুই তোমার’ নামের নতুন মৌলিক গান।

গানটির সঙ্গীতায়োজন করেছেন রাজা কাশেফ। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন।

গানটি প্রকাশ উপলক্ষ্যে রাজধানীর নিকেতনে ধ্রুব মিউজিক স্টেশনের কার্য্যালয়ে আয়োজন করা হয়েছিল এক প্রকাশনা অনুষ্ঠানের।

রাত আটটায় আয়োজিত এই অনুষ্ঠানে রুবাইয়াত জাহান ও রাজা কাশেফকে শুভ কামনা জানাতে উপস্থিত হয়েছিলেন ধ্রুব মিউজিক স্টেশনের কর্ণধার-সঙ্গীতশিল্পী  ধ্রুব গুহ, বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের যুবরাজ আসিফ আকবর, বহুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকার কবির বকুল, সঙ্গীতশিল্পী তানজিনা রুমা, জুয়েল মোরশেদ, ইউসুফ আহমেদ খান, কিশোর দাস, মিউজিক ভিডিও নির্মাতা সৌমিত্র ঘোষ ইমন, চন্দন রায় চৌধুরী, শুভব্রত সরকার, গীতিকার, সুরকার, শিল্পী প্রিন্স রুবেল, সঙ্গীত পরিচালক মীর মাসুম। 

কবির বকুল বলেন,‘ শুরুতেই অভিনন্দন জানাই রুবাইয়াতকে একারণেই যে আমরা একজন নতুন গীতিকার পেলাম। গানের সুর কথা অসাধারণ। আর সঙ্গীতায়োজনও দারুণ হয়েছে। কারণ রাজা কাশেফের সঙ্গে এর আগেও আমার কাজের অভিজ্ঞতা রয়েছে।’

আসিফ আকবর বলেন,‘ পত্রিকায় দেখতাম যে রাজা কাশেফ রুনা আপার গানের কাজ করছে। রাজা-রুবায়েতের সঙ্গে আমার পরিচয় খুব বেশি দিনেরও নয়। এরইমধ্যে রুবাইয়াতের সঙ্গে একটি দ্বৈত গানও গেয়েছি আমি। রাজা এবং রুবাইয়াত দু’জনই বাংলা গানকে এতোটা ভালোবাসেন যে তারা মিশে গেছেন আমাদের সঙ্গে। ধ্রুব মিউজিক স্টেশনকে ধন্যবাদ সবার পাশে থাকার জন্য।’

ধ্রুব গুহ বলেন, ‘ ইন্ড্যাস্ট্রিতে ডিএমএস-একেবারেই নতুন। যতোদিন নিঃশ্বাস থাকবে, যতোদিন গানের পরিবেশ থাকবে ততোদিন আমরা গানের জন্য যুদ্ধ চালিয়ে যাবো। আর রাজা রুবাইয়াত আমাদের পরিবারেরই একজন। ’

রুবাইয়াত জাহান বলেন,‘ আমি ভাবতেও পারিনি এতো গুনীজনদের মাঝে আমার লেখা, সুর করা এবং গাওয়া গানের প্রকাশনা অনুষ্ঠান হবে। আমি ধ্রুব দাদা, ডিএমএস এবং যারা আমাদের আশীর্বাদ করতে এসেছিলেন তাদের প্রতি কৃতজ্ঞ।’

রাজা বলেন,‘ ভীষণ সম্মানীত বোধ করছিলাম যখন আমাদের কাজ নিয়ে কথা বলছিলেন বকুল ভাই, আসিফ ভাই, ধ্রুব দাদা। বাংলা গানকে বুকে লালন করে ধারন করে কম্পোজিসন করার চেষ্টা করি, গাইবার চেষ্টা করি। আমরা কৃতজ্ঞ ধ্রুব মিউজিক স্টেশন ও ধ্রুব দাদার কাছে।’ 

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ইউসুফ আহমেদ খান।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.