× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

তিন ক্যাটাগরিতে ‘রেহানা মরিয়ম নূর’

বিনোদন প্রতিবেদক

১২ মার্চ ২০২৩, ১০:০২ এএম

বাংলাদেশে সাম্প্রতিককালে মুক্তিপ্রাপ্ত সিনেমার মধ্যে যে সিনেমা নিয়ে এখনো আলোচনা চলছে দেশ বিদেশে নানান স্থানে সেটি হলো আজমেরী হক বাঁধন অভিনীত আব্দুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত ‘রেহানা মরিয়ম নূর’। ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটি ২০২১ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তিনটি ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে।

‘রেহানা মরিয়ম নূর’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেন আজমেরী হক বাঁধন। তিনি এই সিনেমাতে অভিনয়ের জন্য এরইমধ্যে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন। 

বাঁধন বলেন, ‘আমি ভীষণ খুশি এবং গর্বিত প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তিতে। এই সম্মাননা আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে গ্রহন করেছি। নিশ্চয়ই এটা আমার ভীষণ ভালো লাগার। আমার এই পুরস্কার আমি সারা পৃথিবীতে যারা স্বাধীনতা থেকে, অধিকার থেকে বঞ্চিত তাদের উৎসর্গ করেছি। আমি এমন একটা পৃথিবী দেখতে চাই যেখানে নারী পুরুষ যেন সমঅধিকার, সমসম্মান এবং সমমর্যাদা পায়। আর আমার অভিনীত সিনেমা রেহানা মরিয়ম নূর সিনেমাটি বিশ্বে বাংলাদেশের সিনেমা আন্তর্জাতিকভাবে আরো সমাদৃত করেছে। বিশ্বের মানচিত্রে বাংলাদেশকে আরো সম্মানীত করেছে। বিশ্বের বিভিন্ন উৎসবে সিনেমাটি সম্মানীত হয়েছে। সেদিক বিবেচনায় আমার কাছে মনে হয়েছে দেশে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সিনেমাটিকে আরো কয়েকটি ক্যাটাগরিতে সম্মাননা দেয়া যেতো। এই দুঃবোধটা আমার রয়েগেছে।’ 

এছাড়াও এই সিনেমা আরো দু’টি ক্যাটাগরিতে পুরস্কার লাভ করে। সেরা শব্দগ্রাহক হিসেবে শৈব তালুকদার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন। শৈব তালুকদার বলেন, ‘এর আগে আমি লাইভ ফ্রম ঢাকা, কালের পুতুল, রেডড্রামসহ আরো বেশ কয়েকটি সিনেমার শব্দগ্রাহক হিসেবে কাজ করেছি। কিন্তু প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছি রেহানা মরিয়ম নূর-সিনেমায় কাজ করার জন্য। ধন্যবাদ, কৃতজ্ঞতা পরিচালকসহ পুরো ইউনিটকে।’

শ্রেষ্ঠ শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছে চতুর্থ শ্রেণীর ছাত্রী আসিয়া জাহিন জায়মা। জায়মা গাজীপুরের মাইলস্টোনে পড়ছে। তার বাবা আব্দুল্লাহিল জামিল, গাজীপুরের কাপাসিয়ার ব্র্যাংক ব্যাংকের প্রিন্সিপাল অফিসার। জায়মার বাবা ও মা সামসিয়া নূর মৌ’ মেয়ের এই রাষ্ট্রীয় স্বীকৃতিতে ভীষণ খুশি।

জামিয়ার বাবা মা বলেন, ‘রেহানা মরিয়ম নূর ছিল জামিয়ার প্রথম সিনেমা। প্রথম সিনেমাতেই এই ছোট্ট বয়সে তার রাষ্ট্রীয় পদকপ্রাপ্তিতে আমরা পুরো পরিবার ভীষণ খুশী। অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা পরিচালকের প্রতি, বাঁধন আপুর প্রতিও। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন।’

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.