× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

অস্কারকে কটাক্ষ করে যা বললেন নীল ছবির অভিনেত্রী

বিনোদন ডেস্ক

১৫ মার্চ ২০২৩, ০০:৪০ এএম

গত ১২ মার্চ (বাংলাদেশ সময় ১৩ মার্চ ভোরে) অনুষ্ঠিত হয়ে গেল অ্যাকাডেমি অ্যাওয়ার্ড তথা অস্কার পুরস্কার। গত বছরের শ্রেষ্ঠ চলচ্চিত্রগুলো জিতেছে সেরার মুকুট। এ বিষয়ে দ্বিমত পোষণ করেছেন নীল ছবির তারকা মেটল্যান্ড ওয়ার্ড। তার মতে, স্বচ্ছতার অভাব রয়েছে অস্কারে।

অভিনেত্রীর দাবি, অস্কার পুরস্কারের তুলনায় নীল ছবির পুরস্কার অনেক বেশি উচ্চমানের। অ্যাকাডেমি তার গৌরব হারিয়েছে। মেট বলেন, ‘বিচারকদের বিচারে যেসব ছবি পুরস্কার জেতে, তার অধিকাংশই খুব পুরোনো ধাঁচের এবং দীর্ঘকাল দর্শকের সঙ্গে সেই ছবিগুলোর কোনো সংযোগ নেই।’

অভিনেত্রী জানান, চলতি বছরের মনোনয়নেও তিনি বৈচিত্রের অভাব লক্ষ করেছেন। মেটের দাবি, নীল ছবির ইন্ডাস্ট্রিতে নারী পরিচালকরা রয়েছেন। এর কলাকুশলীরা উঠে আসছেন সমাজের নানা ক্ষেত্র থেকে।


অভিনেত্রীর মতে, এভিএন অ্যাওয়ার্ড, যা নীল ছবির ছবির জগতে খুবই গুরুত্বপূর্ণ। এটি কোনো রাজনীতির ধার ধারে না। অন্য দিকে অস্কারে এখনও রয়ে গেছে দলবাজির খেলা। যা সঠিক বিচারের পদ্ধতিকে কলুষিত করে।

সাতবার এভিএন অ্যাওয়ার্ড জিতেছেন আমেরিকান অভিনেত্রী মেটল্যান্ড। মূলধারার ছবি থেকে সরে গিয়ে এখন তিনি নীল ছবি ইন্ডাস্ট্রির বড় তারকা। এই বছর সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন তিনি।

প্রসঙ্গত, এবারের অস্কারে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’। এই ছবিতে দুর্দান্ত অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জেতেন মিশেল ইয়ো। এছাড়া ‘দ্য হোয়েল’ ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য সেরা অভিনেতা নির্বাচিত হন ব্রেন্ডন ফ্রেজার। জনপ্রিয় আমেরিকান টেলিভিশন উপস্থাপক ও কৌতুক অভিনেতা জিমি কিমেলের সঞ্চালনায় যুক্তরাষ্ট্রের ডলবি থিয়েটারে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.