× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

প্রথমবার জাতীয় পুরস্কার পেলেন ইমরান, কোনাল ও কণা

১৬ ফেব্রুয়ারি ২০২২, ০১:১১ এএম

২০২০ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। চলচ্চিত্রের নানা শাখায় অবদানের জন্য ২৭টি বিভাগে ৩০টি পুরস্কার পাচ্ছেন ২৯ জন। অভিনেত্রী আনোয়ারা বেগম ও অভিনেতা রাইসুল ইসলাম আসাদকে এ বছর দেওয়া হবে আজীবন সম্মাননা পুরস্কার।

মঙ্গলবার ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২০’ এর বিজয়ীদের নাম ঘোষণা করে একটি প্রজ্ঞাপনের মাধ্যমে তালিকা প্রকাশ করেছে তথ্য মন্ত্রণালয়।

এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ গায়ক হয়েছেন ইমরান মাহমুদুল। ‘বিশ্বসুন্দরী’ সিনেমার ‘তুই কি আমার হবি রে’ গানের জন্য সুরকার ও গায়ক হিসেবে শ্রেষ্ঠ হয়েছেন তিনি। প্রথমবার একসঙ্গে দুইটি বিভাগে শ্রেষ্ঠ হলেন তিনি। এমন প্রাপ্তিতে উচ্ছ্বাস প্রকাশ করে ইমরান তার বাবাকে পুরস্কারটি উৎসর্গ করেছেন।

এদিকে একই গানের জন্য ইমরানের সঙ্গে তার সহশিল্পী কণাও পুরস্কার পেয়েছেন। তিনি গানের লেখক কবির বকুল, চয়নিকা চৌধুরী, ইমরানসহ পুরো ‘বিশ্বসুন্দরী’ টিমকে ধন্যবাদ জানিয়েছেন। কবির বকুল ‘তুই কি আমার হবিরে’ গানের জন্য শ্রেষ্ঠ গীতিকার হয়েছেন।

অন্যদিকে ‘বীর’ সিনেমার ‘ভালোবাসার মানুষ তুমি’ গানের জন্য প্রথমবার পুরস্কার পেয়েছেন সোমনূর মনির কোনাল।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.