× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আমাদের সবাইকে একসঙ্গে জেলে ঢোকান: কেজরিওয়াল

০৩ জুন ২০২২, ০৩:২৩ এএম

ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দাবি করেছেন যে তার ডেপুটি মনীশ সিসোদিয়াকে ফাঁসানো হচ্ছে এবং সম্ভবত সত্যেন্দ্র জৈনের পরে দিল্লির দ্বিতীয় মন্ত্রী হিসেবে গ্রেপ্তার হতে পারেন মনীশ।

এমন পরিস্থিতিতে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, এক ভিডিও বার্তায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, ‘আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অনুরোধ করছি, আমাদের সবাইকে একসঙ্গে জেলে ঢোকান।’

কেজরিওয়াল দাবি করেছেন, তার কাছে বিশ্বাসযোগ্য সূত্র থেকে খবর রয়েছে যে কেন্দ্রীয় সরকার মনিশ সিসোদিয়াকে গ্রেপ্তার করার প্রস্তুতি নিচ্ছে।

তিনি বলেন, ‘নির্ভরযোগ্য সূত্রগুলো আমাকে জানিয়েছে, মনীশকে শিগগিরই গ্রেপ্তার করা হবে, কেন্দ্র থেকে সব সংস্থাকে তার বিরুদ্ধে জাল মামলা তৈরির নির্দেশ দিয়েছে।’

ভিডিও বার্তায় কেজরিওয়াল বলেন, 'আমাদের সবাইকে একসঙ্গে গ্রেপ্তার করুন, আমাদের তদন্ত করুন। যাতে আমরা কাজে ফিরে যেতে পারি। কারণ আমরা রাজনীতি বুঝি না। আমরা শুধু কাজ করতে চাই।'

তিনি আরও বলেন, 'আমরা জেলকে ভয় পাই না, তবে যদি আমরা তদন্তে আটক হতে থাকি। আমরা কীভাবে কাজ করব।'

গত সোমবার গ্রেপ্তার হওয়া সত্যেন্দর জৈনের বিষয়েও জানুয়ারিতে একই রকম ভবিষ্যদ্বাণী করেছিলেন কেজরিওয়াল।

সত্যেন্দর ও মনীশ দুজনই কেজরিওয়ালের রাজ্য মন্ত্রিসভার সদস্য। এরই মধ্যে সত্যেন্দর অর্থপাচারের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। তিনি দেশটির এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হেফাজতে রয়েছেন।

এদিকে ভারতের রাজনৈতিক দল কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী ও তার ছেলে রাহুল গান্ধীকে অর্থপাচারের অভিযোগে দেশটির দ্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.