× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

অ্যামাজনের জঙ্গলে হারিয়ে গেছেন যুক্তরাজ্যের সাংবাদিক

০৭ জুন ২০২২, ০১:০৭ এএম

পৃথিবীর বৃহত্তম বনাঞ্চল আমাজনে ঢুকে নিখোঁজ হয়েছেন যুক্তরাজ্যের এক সাংবাদিক।

ব্রাজিলের অ্যামাজন রাজ্যের জাভরি এলাকায় জঙ্গলে গত শুক্রবার তাকে সর্বশেষ দেখা গেছে বলে এক প্রতিবেদনে মঙ্গলবার জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

ডম ফিলিপস গার্ডিয়ান পত্রিকার কন্ট্রিবিউটর হিসেবে কাজ করেন। একটি বইয়ের জন্য গবেষণার কাজে অ্যামাজনে গিয়েছিলেন তিনি।

৫৭ বছর বয়সী এই সাংবাদিক অ্যামাজন নিয়ে বিস্তর লেখালেখি করেছেন। এক দশকেরও বেশি সময় ধরে তিনি ব্রাজিলে বসবাস করছেন।

প্রায় সাড়ে ৫ কোটি বছরের পুরনো অ্যামাজন বনাঞ্চল। পৃথিবীর ফুসফুস খ্যাত এই বনাঞ্চল রহস্যে ঘেরা।

ফিলিপসের সঙ্গে অ্যামাজনের জঙ্গলে ঢুকে নিখোঁজ হয়েছেন ব্রাজিল সরকারের আদিবাসী বিষয়ক সংস্থা ফুনাইয়ে কর্মকর্তা ব্রুনো পেরেইরাও। তিনি অ্যামাজনে বিচ্ছিন্ন উপজাতি বিষয়ক বিশেষজ্ঞ।

এ দুজনই আদিবাসী গ্রুপের পক্ষ থেকে হুমকি পেয়েছিলেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

সাংবাদিক ফিলিপসের পরিবারের সদস্যরা জানিয়েছেন, তারা এখন শুধু ক্ষণ গুনছেন।



 


Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.