× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

এবারের যাত্রায় বাঁচলেন বরিস জনসন

আন্তর্জাতিক ডেস্ক

০৭ জুন ২০২২, ০৫:১০ এএম

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। ছবি: বিবিসি

যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির মধ্যে অনাস্থা ভোটে বিজয়ী হয়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। এবারের যাত্রায় নিরাপদে বেঁছে গেলেন বরিস।

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, প্রধানমন্ত্রী বরিস জনসনের বিরুদ্ধে গতকাল সোমবার (৬ জুন) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টার মধ্যে অনাস্থা ভোট অনুষ্ঠিত হয়।  এতে তার পক্ষে পড়ে ২১১ ভোট আর বিপক্ষে পড়ে ১৪৮ ভোট।

কনজারভেটিভ পার্টির অনাস্থা ভোটের আবেদন করার পর নিজের প্রধানমন্ত্রীত্ব নিয়ে শঙ্কায় পড়েছিলেন বরিস জনসন। 

২০২০ সালে করোনাভাইরাসের তীব্র সংক্রমণ চলার সময় ১০নং ডাইনিং স্ট্রিটে প্রধানমন্ত্রীর সরকারি দপ্তর কাম বাসভবনে সহকর্মীদের সাথে কোমল পানীয় পার্টি করেন বরিস জনসন। এ বছরের শুরুতে সেগুলো ফাঁস হয়ে যায়। ওই সময়  যুক্তরাজ্যের নাগরিকদের কঠোর লকডাউনের মাধ্যমে ঘরে বন্দি করে রাখা হয়েছিল।

সাধারণ মানুষদের ঘরে বন্দি রেখে পার্টি করায় বরিসের ওপর ক্ষিপ্ত হন সবাই। তার পদত্যাগের দাবিতে আওয়াজ তোলেন অনেকে।

উল্লেখ্য, ২০১৮ সালে ব্রেক্সিট ইস্যু নিয়ে অনাস্থা ভোটের মুখে পড়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী থেরেসা মে। তিনি সেই অনাস্থা ভোটে রক্ষা পান। কিন্তু পরের বছরই প্রধানমন্ত্রীত্ব ছাড়তে বাধ্য হন।

এখন বরিস জনসনের জন্য সামনে কি অপেক্ষা করছে সময় তা বলে দেবে। -সূত্র: বিবিসি

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.