× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মার্কিনিদের অস্ত্র বহন : যে রায় দিল আদালত

আন্তর্জাতিক ডেস্ক

২৩ জুন ২০২২, ১৭:৩১ পিএম

মার্কিন যুক্তরাষ্ট্রে অস্ত্র বহনের বিরুদ্ধে আন্দোলন করছেন অনেকেই। ছবি- বিবিসি

মার্কিন নাগরিকদের প্রকাশ্যে অস্ত্র বহন নিয়ে আইন বদলের আবেদনের রায় দিয়েছে দেশটির আদালত।

গতকাল বৃহস্পতিবার (২৩ জুন) বিচারপতি ক্লারেন্স থমাস ওই রায় দেন।

রায়ে বলা হয়েছে, মার্কিনিদের জনসমক্ষে আগ্নেয়াস্ত্র বহন করার মৌলিক অধিকার রয়েছে। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

দেশটিতে সম্প্রতি কয়েক দফা নির্বিচারে গুলির ঘটনার পর আত্মরক্ষার জন্য আদৌ নাগরিকদের বন্দুক বহনে অনুমতি দেওয়া উচিত কী না তা নিয়ে শুরু হয় আলোচনা।

বিচারপতি ক্লারেন্স থমাস বলেন, সংবিধানের দ্বিতীয় এবং চতুর্দশ সংশোধনী অনুযায়ী একজন ব্যক্তির বাড়ির বাইরে আত্মরক্ষার জন্য একটি হ্যান্ডগান বহন করার অধিকার রয়েছে। 

প্রসঙ্গত, গত মাসে টেক্সাস ও নিউইয়র্কের বাফেলোতে দুটি ম্যাস শুটিংয়ের ঘটনা যুক্তরাষ্ট্রে অস্ত্র আইন কঠোর করার আলোচনাকে ফের সামনে নিয়ে আসে। যুক্তরাষ্ট্রের সংবিধানে নাগরিকদের অস্ত্র বহনের অধিকার দেওয়া হয়েছে। দেশটিতে গত কয়েক বছরে অস্ত্র নিয়ন্ত্রণে সামান্য ব্যবস্থা নেওয়া হলেও তা যে ম্যাস শুটিং বন্ধে কার্যকর নয়, মাস দুয়েকের মধ্যে একাধিক ম্যাস শুটিংয়ে কয়েক ডজন নিহতই তার প্রমাণ।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.