× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাজস্থানে দর্জিকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২

আন্তর্জাতিক ডেস্ক

২৮ জুন ২০২২, ১৩:৫৩ পিএম

উদয়পুরের একাংশে কারফিউ জারি করা হয়েছে। ছবি- সংগৃহীত

ভারতের রাজস্থানে এক দর্জিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যার ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (২৮ জুন) ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু এক প্রতিবেদনে বলা হয়, রাজস্থানের উদয়পুরের ধান মান্ডি এলাকায় কানহাইয়া লাল দর্জির দোকানে ক্রেতা সেজে প্রবেশ করে দুই ব্যক্তি। এদের একজন ধারালো অস্ত্র দিয়ে কানহাইয়ার ওপর হামলা চালায়। অপরজন মোবাইল দিয়ে ঘটনার ভিডিও ধারণ করে।

ধারালো অস্ত্র দিয়ে আঘাতকারীকে পুলিশ রিয়াজ নামের ব্যক্তি হিসেবে চিহ্নিত করেছে। কানহাইয়াকে হত্যার কিছুক্ষণ পর তারা ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে হত্যার দায় স্বীকার করে।

হত্যাকাণ্ডের পর স্থানীয় বাজারের দোকান-পাট বন্ধ করে ব্যবসায়ীরা হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানান।

মুখ্যমন্ত্রী অশোক গেহলত এই ঘটনার নিন্দা জানিয়েছেন। তিনি জনগণকে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, হত্যাকাণ্ডে জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করা হবে।

মহানবী (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্যের জন্য বিজেপির বহিষ্কৃত মুখপাত্র নুপুর শর্মার সমর্থনে কানহাইয়া লাল সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছিলেন। এজন্য তাকে বেশ কয়েকবার হুমকি দেওয়া হয়েছিল।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, উদয়পুরে উত্তেজনা বিরাজ করছে। শহরের একাংশে কারফিউ জারি ও ৬০০ অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পর্যটকদের জনপ্রিয় স্থানটিতে বন্ধ করা হয়েছে ইন্টারনেট পরিষেবা।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.