× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফিলিপাইনের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন মার্কোস জুনিয়র

আন্তর্জাতিক ডেস্ক

৩০ জুন ২০২২, ০৩:৫৮ এএম

ফিলিপাইনের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন মার্কোস জুনিয়র। তার পেছনে সাবেক প্রেসিডেন্ট দুতার্তে

ফিলিপাইনের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ফার্দিনান্দ মার্কোস জুনিয়র। দেশটির রাজধানী ম্যানিলাতে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তিনি প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন। 

ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের শপথ গ্রহণের মধ্য দিয়ে রদ্রিগো দুতার্তে শাসন আমলের অবসান ঘটলো। দুর্তাতে মাদক ও মাদক কারবারিদের দমনে কঠোর অবস্থান নিয়ে বিশ্বব্যপী আলোচিত সমালোচিত হয়েছিলেন।

গত মাসে ফিলিপাইনে অনিুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে জয় পান ফার্দিনান্দ মার্কোস জুনিয়র। 

বৃহস্পতিবার (৩০ জুন) বিবিসি জানায়, স্থানীয় সময় বিকেল ৪টার দিকে ন্যাশনাল মিউজিয়ামে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে ফার্দিনান্দ মার্কোস জুনিয়র শপথ গ্রহণ করেন। একই সময় ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের মেয়ে সারা দুতার্তে।

শপথ গ্রহণের পর দেওয়া প্রথম ভাষণে ফার্দিনান্দ মার্কোস জুনিয়র ফিলিপাইনের গণতন্ত্রের ইতিহাসে সবচেয়ে বড় নির্বাচনী ম্যান্ডেট দেওয়ায় দেশবাসীর প্রতি ধন্যবাদ জানান। 

৬৪ বছর বয়সী এই নেতা এমন একটি সময়ে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিলেন যখন ফিলিপাইন করোনা মহামারির প্রভাব কাটিয়ে উঠার চেষ্টায় রয়েছে। এছাড়া দেশটির আকাশছোঁয়া মুদ্রাস্ফীতি এবং ক্রমবর্ধমান ঋণে জর্জরিত।

ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের বাবা ফার্দিনান্দ ছিলেন ফিলিপাইনের সাবেক স্বৈরশাসক। তার মা ইমেলদা মার্কোস কুখ্যাতি কুড়িয়েছিলেন জুতার বিশাল সংগ্রহের জন্য। ১৯৮৬ সালে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়েছিলেন ফার্দিনান্দ।

সূত্র: বিবিসি

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.