× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আর্জেন্টিনার অর্থমন্ত্রীর পদত্যাগ

০২ জুলাই ২০২২, ২৩:১৩ পিএম । আপডেটঃ ০২ জুলাই ২০২২, ২৩:১৩ পিএম

আর্জেন্টিনার অর্থমন্ত্রী মার্টিন গুজম্যান পদত্যাগ করেছেন। শনিবার ( ২ জুলাই) টুইটারে এক বিবৃতি শেয়ার করে তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছেন। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে ঋণ পুনর্বিবেচনার নেতৃত্ব দিচ্ছিলেন তিনি।

মার্টিন গুজম্যান কেন পদত্যাগ করেছেন তা বলেননি। তবে প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজকে সম্বোধন করে তিনি অভ্যন্তরীণ বিভাজন দূর করার আহ্বান জানিয়েছেন যাতে ‌‘পরবর্তী মন্ত্রী তার মতো অসুবিধায় না পড়েন’।

ক্ষমতাসীন জোটের মধ্যে একটি চুক্তিতে কাজ করা অপরিহার্য বলেও মনে করেন তিনি।

দেশটির ভাইস প্রেসিডেন্ট ও সাবেক প্রেসিডেন্ট ক্রিস্টিনা কির্চনার যিনি সরকারের ক্রমাগত সমালোচক ছিলেন। দুই সপ্তাহ আগে প্রেসিডেন্ট ফার্নান্দেজের অর্থনৈতিক ব্যবস্থাপনাকে আক্রমণ করে একটি বক্তৃতা দেন। এরপর অর্থমন্ত্রীর পদত্যাগের এ ঘোষণা এলো।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.