× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সুনামিতে ‘বিপর্যস্ত’ টোঙ্গার পথে মানবিক সাহায্য

২০ জানুয়ারি ২০২২, ০৪:০১ এএম । আপডেটঃ ২০ জানুয়ারি ২০২২, ০৬:৪০ এএম

প্রশান্ত মহাসাগরে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর সুনামির আঘাতে ‘বিপর্যস্ত’ দ্বীপরাষ্ট্র টোঙ্গায় খাদ্য, বিশুদ্ধ পানিসহ জরুরি মানবিক সাহায্য পাঠানো হয়েছে।  বৃহস্পতিবার  এসব জরুরি সাহায্য নিয়ে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড থেকে দুটি উড়োজাহাজ টোঙ্গার পথে উড়াল দেয়। যা এ মুহূর্তে রাষ্ট্রটির জন্য সবচেয়ে বেশি প্রয়োজন। গত শনিবার আগ্নেয়গিরি থেকে লাভা, গ্যাস ও ছাইয়ের উদ্গীরণ শুরু হওয়ার পাঁচদিন পর দ্বীপরাষ্ট্রটির প্রধান বিমানবন্দর পরিষ্কার করে সচল করা হয়েছে।

অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী পিটার দুত্তান জানিয়েছেন, জরুরি প্রয়োজনীয় উপকরণের সঙ্গে বিমানবন্দরের ছাই পরিষ্কারের জন্য বিভিন্ন যন্ত্র নিয়ে অস্ট্রেলিয়ান এয়ার ফোর্সের একটি বিশেষ উড়োজাহাজ ব্রিসবেন থেকে রওনা হয়েছে। পরে আরও একটি যাবে।

নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, অকল্যান্ড থেকে সি-১৩০ হারকিউলিস মডেলের একটি উড়োজাহাজ রওনা হয়েছে, যেটি বিকেলে টোঙ্গার রাজধানী নুকুয়ালোফায় অবতরণ করবে। উড়োজাহাজটিতে বিশুদ্ধ পানির কন্টেইনার, অস্থায়ী ঘর তৈরির উপকরণ, জেনারেটর, হাইজিন পণ্য এবং যোগাযোগ স্থাপনের উপকরণ রয়েছে। এদিকে জাপান জানিয়েছে, আন্তর্জাতিক সহযোগী সংস্থার মাধ্যমে তারা টোঙ্গায় বিশুদ্ধ পানি ও ছাই পরিষ্কারের জন্য প্রয়োজনীয় উপকরণ পাঠাবে।

গত ১৩ জানুয়ারি (বৃহস্পতিবার) থেকে সক্রিয় হওয়া শুরু করে টোঙ্গার আগ্নেয় পর্বত হুঙ্গা টোঙ্গা-হুঙ্গা হাপেই। দুই দিন পর শনিবার থেকে শুরু হয় লাভা, গ্যাস ও ছাইয়ের উদ্গীরণ। আগ্নেয়গিরির সক্রিয় হয়ে ওঠা এবং এর ফলে সৃষ্ট ভূমিকম্পের প্রভাবে সাগরে সুনামি দেখা দেয়, যার ফলে সৃষ্ট আকস্মিক বন্যা ও জলোচ্ছ্বাসে টোঙ্গার প্রায় সব দ্বীপ ভয়াবহ দুর্যোগের মধ্যে পড়ে।

সুনামিতে দু’জন স্থানীয় বাসিন্দা এবং একজন ব্রিটিশ নাগরিক মারা গেছেন বলে টোঙ্গার সরকারের বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়েছে, কিছু ছোট দূরবর্তী দ্বীপ বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যার একটিতে সব বাড়িঘর ধ্বংস হয়েছে এবং অন্যটিতে মাত্র দু’টি বাড়ি অক্ষত আছে।

অগ্ন্যুৎপাতের কারণে সাগরের তলদেশের একমাত্র ক্যাবল সংযোগ ক্ষতিগ্রস্ত হওয়ায় বাইরের দুনিয়ার সঙ্গে টোঙ্গার যোগাযোগ গত কয়েকদিন বিচ্ছিন্ন থাকে। এর মধ্যে বুধবার (১৯ জানুয়ারি) কিছু কিছু এলাকায় সংযোগ পুনরায় স্থাপন করা হয়েছে। তবে টোঙ্গায় স্বাভাবিক জীবনযাত্রা ফিরতে ঠিক কতোদিন সময় লাগবে সে বিষয়ে কর্তৃপক্ষ নিশ্চিত করে কিছু জানায়নি।

সূত্র : খালিজ টাইমস।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.