× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পশ্চিমবঙ্গে বোমা বিস্ফোরণে তৃণমূল নেতাসহ নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক

০৩ ডিসেম্বর ২০২২, ০৪:১১ এএম

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব মেদিনীপুরে জেলায় এক তৃণমূল কংগ্রেস (টিএমসি) নেতার বাড়িতে বোমা বিস্ফোরণে ওই নেতাসহ অন্তত তিনজন নিহত হয়েছেন।

শনিবার জেলার কাঁথি শহরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা হওয়ার কথা রয়েছে, তার আগের রাতে সেখান থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে বিস্ফোরণের এ ঘটনা ঘটে। 

আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, কাঁথির ভগবানপুর-২ ব্লকের ভূপতিনগর থানার নাড়য়াবিলা গ্রামে স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে বিস্ফোরণটি ঘটে। জোরালো এ বিস্ফোরণে বাড়িটির কয়েকটি মাটির ঘর উড়ে যায়। তিন জন নিহত হওয়ার পাশাপাশি আরও দুই জন গুরুতর আহত হয়। 

পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের কারণ নির্ধারণে তদন্ত শুরু করা হয়েছে।

বিজেপির অভিযোগ, ওই তৃণমূল নেতার বাড়িতে বোমা তৈরির সময় সেটি বিস্ফোরিত হয়েছে। 

সিপিআই(এম)-র এক জ্যেষ্ঠ নেতা এ ঘটনায় তৃণমূল নেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপধ্যায়ের বিবৃতি দাবি করেছেন।

তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ বলেছেন, কোনো প্রমাণ ছাড়াই পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দলের ওপর দায় চাপানো বিরোধীদলগুলোর জন্য একটি সহজ কাজ হয়ে দাঁড়িয়েছে।

এনডিটিভি জানিয়েছে, আগামী বছরের প্রথমদিকে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন হওয়ার কথা রয়েছে, তার আগে পুলিশ রাজ্যজুড়ে চিরুনি অভিযান চালাচ্ছে। এই অভিযানে বহু ঘরে তৈরি বোমা ও অস্ত্র উদ্ধার হচ্ছে। 

ক্ষমতাসীন তৃণমূল জানিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.