× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

তিয়ানগং মহাকাশ কেন্দ্র থেকে ফিরলেন চীনের ৩ নভোচারী

আন্তর্জাতিক ডেস্ক

০৫ ডিসেম্বর ২০২২, ০৪:৩৮ এএম

চীনের তিন নভোচারী তিয়ানগং মহাকাশ কেন্দ্রে ৬ মাস অবস্থান করার পর গতকাল রোববার নিরাপদে পৃথিবীতে ফিরে এসেছেন। তাদের মিশনকে ‘সম্পূর্ণ সফল’ বলে মনে করা হচ্ছে। দেশটির মহাকাশ সংস্থার উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ কথা জানিয়েছে। খবর এএফপি’র

নভোচারী পাঠানো এ মহাকাশ সংস্থার বরাত দিয়ে চীনের বার্তা সংস্থা সিনহুয়া জানায়, জুনের শুরু থেকে এ মহাকাশ কেন্দ্রে অবস্থান করা দলটি বেইজিং সময় রাত ৮ টা ৯ মিনিটে (গ্রিনিচ মান সময় ১২০৯ টা) ইনার মঙ্গোলিয়ার ডংফেং কেন্দ্রে অবতরণ করে। প্রতিবেদনে বলা হয়, চিকিৎসা কর্মীরা জানান, তারা ভালো আছেন।

চীনের তিয়ানগং মহাকাশ কেন্দ্র হলো বেইজিংয়ের উচ্চাকাঙ্ক্ষি মহাকাশ কর্মসূচির মুকুট রত্ন। আর এ কর্মসূচির আওতায় মঙ্গলগ্রহে ও চাঁদে রোবোটিক রোভার পাঠানো হয়।

এ তিন নভোচারীকে মহাকাশ কেন্দ্র নির্মাণের চূড়ান্ত পর্যায়ের তদারকির দায়িত্ব দেয়া হয়েছিল।

তিয়ানগং প্রায় এক দশক ধরে কাজ করবে। এটি প্রায় শূন্য মাধ্যাকর্ষণে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার আয়োজন করবে। তিয়ানগংয়ের অর্থ ‘স্বর্গীয় প্রাসাদ।’

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.