× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সুইডেনকে ছাড়াই ন্যাটোতে যুক্ত হতে রাজি ফিনল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক

২৪ জানুয়ারি ২০২৩, ২২:৫১ পিএম

ফিনল্যান্ডকে অবশ্যই সুইডেন ছাড়া ন্যাটোতে যোগদানের বিষয়টি বিবেচনা করতে হবে বলে মন্তব্য করেছেন ফিনিশ পররাষ্ট্রমন্ত্রী পেক্কা হাভিস্তো। 

স্টকহোমে তুরস্কের দূতাবাসের সামনে কোরআন পোড়ানোর পরিপ্রেক্ষিতে সুইডেনের ন্যটোভুক্তি অনুমোদন করবে না বলে তুরস্ক ইঙ্গিত দেওয়ার পর ফিনিশ পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। 

তিনি আরও বলেন, ‘আমাদের পরিস্থিতি মূল্যায়ন করতে হবে, এমন কিছু ঘটেছে কি না যা দীর্ঘমেয়াদে সুইডেনকে এগিয়ে যেতে বাধা দেবে, তা আমাদের পর্যবেক্ষণ করতে হবে।’ 

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এখন এ বিষয়ে অবস্থান নেওয়া খুব জরুরি এবং প্রথম পছন্দ হিসেবে যৌথ আবেদনের বিষয়টি থাকবে। 

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.