× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জাপানে বন্দুক হামলা ও ছুরিকাঘাতে নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক

২৬ মে ২০২৩, ০৬:৪০ এএম

মধ্য জাপানের নাকানো শহরে বন্দুক হামলা ও ছুরিকাঘাতে চারজন নিহত হয়েছেন। 

গতকাল বৃহস্পতিবার বিকেলে এ হামলার ঘটনা ঘটে। 

এ ঘটনায় মাশানোরি আয়োকি নামে ৩১ বছর বয়সী সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। খবর বিবিসির

জাপানি সংবাদমাধ্যম কিডোর প্রতিবেদনে বলা হয়েছে, সন্দেহভাজন ব্যক্তির কাছে একটি ছুরি ছিল। প্রথমে ছুরি হামলায় তিনি এক নারীকে আহত করেন। এ অভিযোগের ভিত্তিতে পুলিশের দুই পরিদর্শক ঘটনাস্থলে যান। এ সময় মাশানোরি আয়োকি তাদের ওপর গুলি চালায়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তার হাতে একটি হান্টিং রাইফেল ছিল। 

হামলাকারী একটি ভবনের ভেতরে ১২ ঘণ্টা লুকিয়ে ছিলেন। তিনি একটি ক্যাপ, সানগ্লাস এবং একটি মাস্ক পরা অবস্থায় ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। নিরাপত্তা বিবেচনায় এলাকার লোকজনকে ঘরে থাকার আহ্বান জানিয়েছে পুলিশ।

জাপানে বন্দুক সহিংসতার হার বিশ্বের সবচেয়ে কম। ২০১৯ সালে যুক্তরাষ্ট্রে প্রতি এক লাখে চারটির বেশি আগ্নেয়াস্ত্র হত্যার ঘটনা ঘটেছে, যেখানে জাপানে তা শূন্যের কাছাকাছি। 

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.