× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাশিয়া ইউরোপের ‘নিরাপত্তা কাঠামো’ গুঁড়িয়ে দিয়েছে: যুক্তরাজ্য

০৮ মার্চ ২০২২, ০৩:০৫ এএম । আপডেটঃ ০৮ মার্চ ২০২২, ০৩:০৬ এএম

রাশিয়া ইউরোপের ‘নিরাপত্তা কাঠামো’ গুঁড়িয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস। তিনি বলেন, “রাশিয়া যখন ইউক্রেন সীমান্তে সৈন্য জড়ো করছিল তখন পশ্চিমা বিশ্ব যথেষ্ট দ্রুত বা যথেষ্ট দৃঢ় ব্যবস্থা গ্রহণ করেনি।”

হাউজ অব কমন্স ফরেইন অ্যাফেয়ার্স কমিটির সোমবারের বৈঠকে ট্রাস এ কথা বলেন বলে জানায় বিবিসি।

ট্রাস বলেন, ‘‘বাস্তবতা হল, পশ্চিমা বিশ্ব রাশিয়াকে ঠেকাতে যেসব ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছিল তা প্রেসিডেন্ট পুতিন যথেষ্ট গুরুত্বের সঙ্গে নেননি। এখন আমাদের যা করা উচিত সেটা হল নেটোর শক্তি বাড়ানো। আমাদের বিশেষ করে পূর্ব দিকের অংশকে আরো শক্তিশালী করতে হবে।”

তিনি আরও বলেন, ‘‘আমরা এরই মধ্যে এস্তোনিয়ায় আরো সেনা মোতায়েন করেছি, কিন্তু সেখানে আরও করতে হবে। নেটোকে ঘিরে আমাদের প্রতিরক্ষা ব্যয় বাড়াতে হবে।”

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকেই একের পর এক মন্তব্য করে সংবাদমাধ্যমের শিরোনাম হচ্ছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। তার সঙ্গে রাশিয়ার কর্মকর্তাদের কথার লড়াই দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়াচ্ছে।

এর আগে রাশিয়া সুনির্দিষ্ট করে বলেছিল, ট্রাসের মন্তব্যের জের ধরেই প্রেসিডেন্ট পুতিন তার বাহিনীকে পরমাণু অস্ত্র বহরকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখার নির্দেশ দিয়েছিলেন।


Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.