× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গ্যাস সরবরাহে ইউরোপের পাশে দাঁড়ালো কাতার

২৫ মার্চ ২০২২, ০৭:৪০ এএম

কাতারের জ্বালানি মন্ত্রী সাদ আল-কাবি

কাতারের জ্বালানি মন্ত্রী সাদ আল-কাবি গ্যাস সরবরাহ অব্যাহত রেখে ইউরোপীয়দের পাশে থাকার বিষয়ে আশ্বাস দিয়েছেন।

বৃহস্পতিবার (২৪ মার্চ) সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

তিনি জানান, ইউরোপের সঙ্গে কাতারের যে চুক্তি রয়েছে তা ‘পরিবর্তনযোগ্য’। অর্থাৎ, কাতার চাইলেই এই গ্যাস লাভজনক বিক্রেতার কাছে সরবরাহ করতে পারে। তবে সেটি কাতার করবে না বলে আশ্বস্ত করেন আল-কাবি।

তিনি বলেন, আমরা কোনো গ্যাস ডাইভার্ট করছি না এবং ইউরোপেই সরবরাহ অব্যাহত রাখছি। যদিও আমাদের জন্য ডাইভার্ট করা লাভজনক কিন্তু আমরা তা করবো না। এটাই ইউরোপের সঙ্গে আমাদের সংহতির প্রকাশ।

এদিকে সাক্ষাৎকারে তার কাছে জানতে চাওয়া হয় রাশিয়ার তেল ও গ্যাসের উপরে কাতার কোনো নিষেধাজ্ঞা আরোপ করবে কিনা।

তবে আল-কাবি এমন সম্ভাবনার কথা উড়িয়ে দেন। বলেন, জ্বালানি খাতকে অবশ্যই রাজনীতির বাইরে রাখা উচিৎ। তাছাড়া ইউরোপ পুরোপুরি রাশিয়ার গ্যাস নিষিদ্ধ করতে পারবে বলেও বিশ্বাস করেন না তিনি।

এদিকে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধে তার দেশ কোনো পক্ষকেই সমর্থন দেবে না বলেও সাফ জানিয়ে দিয়েছেন কাতারের জ্বালানি মন্ত্রী।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.