× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বার্লিনে রাশিয়া ও ইউক্রেইনের পতাকা নিষিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক

০৭ মে ২০২২, ১৫:৫৮ পিএম

ফাইল ছবি

দ্বিতীয় বিশ্বযুদ্ধ অবসানের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত  হতে যাচ্ছে আগামী ৮ ও ৯ মে জার্মানির রাজধানী বার্লিনে। তবে দেশটির পুলিশ নিষিদ্ধ করেছে যুদ্ধের স্মরণে বানানো দুইটি মেমোরিয়ালের সামনে রাশিয়া ও ইউক্রেইনের পতাকা প্রদর্শন। 

রোববার ও সোমবার দুইদিন ধরে অনুষ্ঠিত হতে থাকা আয়োজনে প্রদর্শনও করা যাবে না নিজেদের স্বাধীনতা ঘোষণা করা দোনেৎস্ক এবং লুহান্সক পিপুলস রিপাবলিক এবং রাশিয়ার যুদ্ধ চিহ্ন ‘ভি’ (V) এবং ‘জেড’ (Z) । 

বিবিসি জানায়, বার্লিন পুলিশের এই নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন জার্মানিতে ইউক্রেইনের রাষ্ট্রদূত অ্যান্ড্রি মেলনিক।

তিনি বলেন, ‘‘বার্লিন পুলিশ আগামী ৮ ও ৯ মে ইউক্রেইনের পতাকা নিষিদ্ধ করায় আমরা হতবাক হয়েছি।

‘‘এটা ইউক্রেইন এবং ইউক্রেইনের জনগণের মুখে চপেটাঘাত,” বলেও মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য,রাশিয়া ৯ মে নাৎসি জার্মানির বিরুদ্ধে তাদের বিজয় উদযাপন করে। অন্যদিকে, পশ্চিম ইউরোপের দেশগুলোতে ৮ মে দ্বিতীয় বিশ্বযুদ্ধ অবসানের বার্ষিকী উদযাপন করা হয়।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.