× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাইডেনের প্রস্তাবে সাড়া দিচ্ছেন না কিম

২২ মে ২০২২, ০৩:১৯ এএম

উত্তর কোরিয়া করোনায় প্রথম মৃত্যুর খবর ঘোষণা দেওয়ার পর থেকে প্রায় প্রতিদিনই বহু মানুষ জ্বরে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে দেশটিতে। খবর পাওয়া গেছে লকডাউন জারি থাকা দেশটিতে কয়েক দিনের ব্যবধানে ‘জ্বরে’ আক্রান্ত হয়েছেন অন্তত ২৫ লাখ মানুষ। তবে করোনা পরিস্থিতির কথা স্বীকার করলেও মার্কিন যুক্তরাষ্ট্রের ভ্যাকসিন প্রস্তাবে সাড়া নেই উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, করোনা ছড়িয়ে পড়ার কথা প্রথম স্বীকার করলেও যুক্তরাষ্ট্রের ভ্যাকসিন প্রস্তাবে সাড়া দিচ্ছে না উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়া সফরকালে প্রেসিডেন্ট বাইডেন শনিবার (২১ মে) এক সংবাদ সম্মেলনে এই ভ্যাকসিন প্রস্তাবের ঘোষণা দেন।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওলের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে বাইডেন বলেন, ‘আমরা শুধু উত্তর কোরিয়াকেই নয়, চীনকেও ভ্যাকসিনের প্রস্তাব দিয়েছি এবং আমরা তা অবিলম্বে করতেও প্রস্তুত রয়েছি।’ তিনি আরও বলেন, তবে আমরা সাড়া পাইনি। প্রেসিডেন্ট বাইডেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের সঙ্গে দেখা করারও ইচ্ছা পোষণ করেন।

উত্তর কোরিয়ার সরকার এর আগে কোভ্যাক্সের বিশ্বব্যাপী ভ্যাকসিন-শেয়ারিং স্কিম এবং দক্ষিণ কোরিয়া থেকে ভ্যাকসিনের প্রস্তাবও প্রত্যাখ্যান করে বলে জানা গেছে। দেশটির দাবি সীমান্ত বন্ধ রেখে তারা কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে।

জানা গেছে, করোনা ভাইরাসের কোন টিকা ও কার্যকরী অ্যান্টি-ভাইরাল ঔষধ ছাড়া সংকট মোকাবিলার চেষ্টা করছে উত্তর কোরিয়া।

‘জ্বর’ থেকে মুক্তি পেতে উত্তর কোরিয়ার সব রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে সনাতনী চিকিৎসা পদ্ধতি মেনে চলার আহবান জানানো হচ্ছে।



Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.