× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইন্দোনেশিয়ায় ফেরি ডুবিতে নিখোঁজ ২৬

আন্তর্জাতিক ডেস্ক

২৮ মে ২০২২, ০৮:২৩ এএম । আপডেটঃ ২৮ মে ২০২২, ০৮:২৩ এএম

প্রতীকী ছবি।

ইন্দোনেশিয়ার উপকূলে ফেরি ডুবে ২৬ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। স্থানীয় সময় আজ শনিবার (২৮ মে) খারাপ আবহাওয়ার মধ্যে জ্বালানি শেষ হয়ে গেলে পানিতে ডুবে যায় ফেরিটি। এরপর থেকেই নিখোঁজ ২৬ জন।

দেশটির উদ্ধারকারী সংস্থা জানিয়েছে যে জাহাজটি বৃহস্পতিবার মাকাসার প্রণালিতে ডুবে যাওয়ার সময় সেখানে যাত্রী ছিলেন ৪৩ জন। এই প্রণালি সুলাওয়েসি ও বোর্নিও দ্বীপগুলোকে আলাদা করেছে। এ ঘটনায় ১৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। অন্যদের উদ্ধারে চেষ্টা চলছে বলেও জানান তিনি।

ইন্দোনেশিয়ায় নৌ-দুর্ঘটনা একটি সাধারণ ঘটনায় পরিণত হয়েছে। ১৭ হাজার দ্বীপের সমন্বয়ে গঠিত দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে নিরাপত্তার বিষয়টি এখনো শিথিল।

গত সপ্তাহে আটশ জনেরও বেশি লোককে বহনকারী একটি ফেরি পূর্ব নুসা টেংগারা প্রদেশের জলে তলিয়ে যায় এবং বিচ্যুত হওয়ার আগে দুই দিন আটকে থাকে। তবে এতে কেু্ আহত হয়নি।

২০১৮ সালে সুমাত্রা দ্বীপে বিশ্বের গভীরতম হ্রদে একটি ফেরি ডুবে দেড়শ জনের বেশি লোক মারা যান। সূত্র: এএফপি, ডন

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.