× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শেরপুরে চাইনিজ রেস্টুরেন্টে মিনি লাইব্রেরী

শেরপুর প্রতিনিধি

২৩ জানুয়ারি ২০২২, ০৬:১৫ এএম

সকলকে বই পড়ায় আগ্রহ স্মৃষ্টি করতে এবার চাইনিজ রেস্টুরেন্টে মিনি লাইব্রেরী বা বুক কর্ণার প্রতিষ্ঠা হয়েছে। শেরপুর শহরের নতুন বাজারস্থ নির্ঝর চাইনিজ এন্ড কাবাব ডিসেস রেস্টুরেন্ট। এখানে চাইনিজ, নান-কাবাবসহ হরেক রকমের খাবার খেতে শিক্ষার্থী ও তরুনদের পাশাপাশি পরিবার নিয়ে নানা পেশার মানুষ আসে। এখানে অর্ডার করে খাবার তৈরী করে।

এ সময়ে বন্ধু ও পারিবারিক আড্ডার পাশাপাশি বই পড়তে পারবে এখনে। পাঠক চাহিদার উপর নির্ভর করে বইয়ের সংখ্যা ও কর্ণার বৃদ্ধি করা হবে। সেই সাথে এখান থেকে বাসায় বই নিয়ে পড়ার ব্যবস্থাসহ রেস্টুরেন্টের এক পাশে পাঠ কর্নার করারও চিন্তা রয়েছে। এছাড়া বই এর পাশাপাশি ইন্টারনেট ও ল্যাপটবের মাধ্যমে সাইবার ক্যাফে তৈরী এবং বিভিন্ন পত্রপত্রিকা রাখা হবে।

রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মো. আসিফ আদনান অভি জানান, পারিবারিক ভাবেই বই পড়ার বেশ ঝোক রয়েছে আমার। বর্তমানে ফেইসবুক যুগে তরুন সমাজ মোবাইলে আসক্ত হওয়ায় অনেকেই কাগজের বই পড়ার প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে। তাই শুধু মাত্র ব্যবসার চিন্তা না করে তরুন প্রজন্মের কাছে বই পড়ার প্রতি আগ্রহ স্মৃষ্টি করার লক্ষ্যে আমি এই বুক কর্নার করেছি।

ওই রেস্টুরেন্টে খেতে আসা তরুন সোহাগ জানায়, এখানে বুক কর্ণারটি খুবই চমৎকার আইডিয়া। আমরা আড্ডার ফাঁকে প্রিয় লেখকের বইগুলো হাতে নিয়ে এক নজরে চোখ বুলাতে পারি । এতে খাবার ও আড্ডার পাশাপাশি সময়ও ভালো কাটে।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.