× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শিল্পকলা একাডেমির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

১৮ ফেব্রুয়ারি ২০২২, ২২:৪৫ পিএম । আপডেটঃ ১৯ ফেব্রুয়ারি ২০২২, ০৪:২৮ এএম

বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ শনিবার। নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হবে দিনটি। পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বিকেল ৩টায় শুরু হবে অনুষ্ঠান। প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠানদ্বয় উদযাপিত হবে বলে শিল্পকলা একাডেমি জানায়। একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে বিকেল সাড়ে ৩টায় রয়েছে প্রকাশনা উৎসব এবং একাডেমির বিভাগগুলোর কার্যক্রম নিয়ে প্রদর্শনী। এরপর শুরু হবে আলোচনা সভা।

একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। এতে বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন এবং বিশেষ আলোচক হিসেবে অধ্যাপক আবদুস সেলিম উপস্থিত থাকবেন।

শিল্পকলা একাডেমি উন্মুক্ত প্রাঙ্গণে জাতির পিতা শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্ববৃহৎ প্রতিকৃতি প্রদর্শনীর আয়োজন করেছে প্রতিষ্ঠানটি। এ প্রদর্শনী চলবে ৭ মার্চ পর্যন্ত।

একাডেমির সম্প্রতি প্রকাশিত গ্রন্থের প্রকাশনা উৎসব এবং সব বিভাগের কার্যক্রম নিয়ে ১০ দিনব্যাপী প্রদর্শনী চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.