× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সাংবাদিক রিয়াজ উদ্দিন আহমেদ আর নেই

২৫ ডিসেম্বর ২০২১, ০৪:১০ এএম । আপডেটঃ ২৫ ডিসেম্বর ২০২১, ০৪:১৫ এএম

অবিভক্ত বিএফইউজের  সভাপতি ও মহাসচিব, জাতীয় প্রেস ক্লাবের কয়েক মেয়াদের সভাপতি, ফিন্যান্সিয়াল হেরাল্ড এডিটর, রিয়াজ উদ্দিন আহমেদ আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আজ বেলা ১ টা ৩৯ মিনিটে রাজধানীর ইউনাইটেড  হাসপাতালে ইন্তেকাল করেন। 

কয়েক দিন আগে তাঁর কোভিড পজেটিভ রিপোর্ট আসে। এরপর অক্সিজেন লেভেল বেশ কমে যায়। চিকিৎসকরা চেষ্টা করেও অক্সিজেন লেভেল স্বাভাবিক অবস্থায় আনতে পারেননি। জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রোববার বেলা সাড়ে ১১ টায় রিয়াজউদ্দিন আহমেদের মরদেহ শ্রদ্ধা নিবেদনের জন্য জাতীয় প্রেসক্লাবে রাখা হবে। 

রিয়াজউদ্দিন আহমেদ করোনায় আক্রান্ত হওয়ার পর ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে ছিলেন।

দ্য ফিনান্সিয়াল হেরাল্ডের আগে রিয়াজউদ্দিন আহমেদ দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস এবং দি নিউজ টুডে পত্রিকার প্রতিষ্ঠাতা ও সম্পাদক ছিলেন। এছাড়া তিনি জাতীয় প্রেসক্লাবের সভাপতি, অবিভক্ত ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ছিলেন। 

সাংবাদিকতায় অবদান রাখায় ১৯৯৩ সালে রিয়াজউদ্দিন আহমেদকে একুশে পদক প্রদান করা হয়।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.