× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

প্রধানমন্ত্রী দিল্লি যাবেন সেপ্টেম্বরে

নিজস্ব প্রতিবেদক

২৫ জুন ২০২২, ০৮:৪৫ এএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

চলতি বছরের সেপ্টেম্বরে ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গত বৃহস্পতিবার (২৩ জুন) ভারতের রাষ্ট্রদূত বিক্রম দোরাইস্বামী এ সংক্রান্ত একটি আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র হস্তান্তর করেছেন।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, গত ১৯ জুন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে বৈঠকে প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আলোচনা হয়। আমাদের পক্ষ থেকে জানানো হয়, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রী দিল্লি সফর করতে স্বাচ্ছন্দ্যবোধ করবেন।

২০১৯-এর অক্টোবরে শেখ হাসিনা দিল্লি সফর করেছেন জানিয়ে ওই কর্মকর্তা বলেন, ২০২১-এ বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং দুদেশের সম্পর্কের সুবর্ণজয়ন্তী উৎসবে ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ঢাকা সফর করেছেন। এবার আমাদের যাওয়ার পালা।

প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে ইতোমধ্যে দুদেশের আলোচনা শুরু হয়েছে। সামনের দিনগুলোতে আরও কথা হবে বলে তিনি জানান।

কী কী চুক্তি হতে পারে জানতে চাইলে তিনি বলেন, এটি এখন বলা সম্ভব নয়। সফরের নিকটবর্তী সময়ও অনেক কিছু ঠিক হয় বা বাদ পড়ে।

গত এপ্রিলে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ঢাকায় এসে প্রধানমন্ত্রীকে দিল্লি সফরের আমন্ত্রণ জানান।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.