× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

‘আদি বুড়িগঙ্গা খননে কারও পক্ষপাতিত্ব করা হবে না’

নিজস্ব প্রতিবেদক

২৯ জুন ২০২২, ০২:৩৯ এএম

থানা, বাড়ি বা যেকোনো প্রতিষ্ঠানই হোক না কেন- আদি বুড়িগঙ্গা খননকাজে যদি সেটি অপসারণের দরকার হয়, তাহলে সেই কাজে কারও প্রতি পক্ষপাতিত্বমূলক আচরণ করা হবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।

তিনি বলেছেন, সরকারের নির্দেশনা মতো যেখানে যেটা করা দরকার, সেটাই করা হবে। কোনো কিছু বাধা হয়ে থাকলে, সেটা স্থানান্তর করা হবে।

বুধবার (২৯ জুন) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ২৪ নম্বর ওয়ার্ডের শহীদ নগর এলাকায় আদি বুড়িগঙ্গা চ্যানেল খনন কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তাজুল ইসলাম বলেন, রাজধানী ঢাকা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। নগরীর পরিবেশের অবস্থা যত বেশি উন্নত করা যাবে, ততো বেশি বাংলাদেশের সুনাম সারা বিশ্বে সম্প্রসারিত হবে। ঢাকা শহরকে সুন্দর করতে আমাদের কিছু সুযোগ আছে। এর মধ্যে উল্লেখযোগ্য আমাদের খাল ও নদীগুলোর সংস্কার করা। ইতোমধ্যে এসব কাজ শুরু হয়েছে।

তিনি বলেন, খালগুলো সংস্কার করা হবে। এ কাজে কারও ব্যক্তিগত সম্পদ নষ্ট করা সরকারের ও মেয়রদের উদ্দেশ্য নয়। দুই-একজন যারা অনৈতিক সুবিধা নিচ্ছেন, তারা হয়তো এটি আর পাবেন না। আমাদের দুর্ভাগ্য, তাদের প্রতি অনুশোচনা করা ছাড়া আর কিছু নেই। আমরা মনে করি, অবৈধ খাল উচ্ছেদে ঢাকা শহরের অবস্থার উন্নতি হবে।

অনুষ্ঠানে ডিএসসিসির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, আমরা সবসময় দেখেছি এবং শুনেছি বর্জ্য এবং কিছু স্বার্থান্বেষী মহল এই আদি বুড়িগঙ্গা ভরাট করেছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা দিয়েছেন, আমরা সেগুলো মেনে কাজ করছি। প্রথমেই আদি বুড়িগঙ্গার পূর্ণ খনন কাজ হাতে নেওয়া হয়েছে। আমরা নিজ অর্থায়নে এ কাজটি শুরু করতে যাচ্ছি। প্রায় ২ হাজার ৭০০ মিটার আদি বুড়িগঙ্গা আমরা খনন করব।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় কাউন্সিলর উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.