× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বুকিং সহকারীরা অনিয়ম করলে কঠোর শাস্তির ব্যবস্থা

০৪ জুলাই ২০২২, ০২:৩৩ এএম

কমলাপুর রেলস্টেশনের বুকিং সহকারীদের নিয়ে যাত্রীদের অভিযোগ- তারা একটি টিকিট ইস্যু করলে আরেকটি টিকেট ইস্যু করে ব্যক্তিগতভাবে রেখে দেন। 

এ প্রসঙ্গে কমলাপুর রেলস্টেশনের স্টেশন ম্যানেজার মাসুদ সরওয়ার জানিয়েছেন, শুধু এটি নয় যেকোনো ধরনের অনিয়ম চোখে পড়লে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার ৪ জুলাই স্টেশন ম্যানেজার রুমে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। 

মাসুদ সারওয়ার বলেন, আমি নিশ্চিত করে বলতে পারি বুকিং সহকারীসহ এখানে আমরা যারা আছি, আমাদের কোনো অনিয়ম করার সুযোগ নেই। 

তিনি বলেন, এই চার দিনে দেখা গেছে উত্তরবঙ্গের যাত্রীদের টিকিটের চাহিদা সবচেয়ে বেশি। এছাড়া সবচেয়ে কম চাহিদা চট্টগ্রামের ট্রেনের টিকিটের। টিকিট নিতে এসে ভোগান্তি আছে, এটা স্বীকার করি। কারণ আমাদের প্রতিটি ট্রেনের আসন সংখ্যা নির্দিষ্ট। যার ফলে সবাই টিকেট পাবেন, এটা বলা সম্ভব না।  




Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.