× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইউরোপিয়ান যুদ্ধের খেসারত দিচ্ছি: তৌফিক-ই-ইলাহী

নারায়ণগঞ্জ প্রতিনিধি

০২ আগস্ট ২০২২, ০৬:১৪ এএম । আপডেটঃ ০২ আগস্ট ২০২২, ০৬:১৬ এএম

প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী বলেছেন, দেশে বিদ্যুৎ উৎপাদন ও গ্যাস সরবরাহের সক্ষমতা থাকলেও বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় সংকট তৈরি হয়েছে৷ ‘আমরা ইউরোপিয়ান যুদ্ধের খেসারত দিচ্ছি‘ বলেও মন্তব্য করেন তিনি ৷

মঙ্গলবার (২ আগস্ট) বেলা ১২টায় নারায়ণগঞ্জে তিতাসের আওতাধীন এলাকায় স্থাপিত সিসি ক্যামেরায় মনিটরিং কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন৷ বিদ্যুৎ সংকটে সরকারের কোন হাত নেই মন্তব্য করে প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা বলেন, “আমাদের কোন হাত নেই, ইউরোপিয়ানদের হাত আছে৷ আকাশচুম্বী দাম যতদিন থাকবে, আমাদের সামনে ততদিন বিরাট চ্যালেঞ্জ থাকবে৷ বিদ্যুৎ উৎপাদন ও গ্যাস সরবরাহ করার সক্ষমতা আমাদের আছে৷ আকাশচুম্বী দাম আমাদের কাছে বড় চ্যালেঞ্জ৷ কারণ আমাদের আয়ের মধ্যে থাকতে হবে, আমরা তো আর ইউরোপ না৷”

তিনি আরও বলেন, 'বাড়তি দাম কতদিন থাকবে বলতে পারি না৷ যারা যুদ্ধ চালাচ্ছে তারাই বলতে পারবে৷ এ যুদ্ধ অস্ত্র বিক্রি নাকি তেলের দাম বাড়াতে চলছে কিনা জানি না৷ আমরা ছোট দেশ৷ নিজেকে গুছিয়ে রাখি, মিতব্যয়ী হলে এ সমস্যা থেকে উত্তরণ হবো৷'

আমদানি কমাতে সীমিত আকারে গ্যাস ও বিদ্যুত ব্যবহারে জোর দেওয়া হচ্ছে জানান প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা৷ তিনি বলেন, 'আগে যা ৫ ডলার দিয়ে কিনছি সেটা এখন ৩০ ডলার৷ মানে ৬ গুণ বেড়ে গেছে৷ কয়লার দাম ২-৩ গুণ বেড়েছে৷ মূলত গ্যাস-ফার্নেস অয়েল আর ডিজেলে বিদ্যুতকেন্দ্রগুলো চলে৷ কিছু কয়লা দিয়ে আমরা শুরু করছি৷”

তৌফিক-ই-ইলাহী বলেন, “টকশোতে কথা বলা জ্ঞানী-গুণীদের মতো জ্ঞান আমাদের নেই৷ তারা অনেক জ্ঞান রাখে, আমরা অল্প বুঝলেও এতটুকু বুঝি যে, প্রধানমন্ত্রী দূরদর্শী সিদ্ধান্ত নিচ্ছেন৷ এখন গ্যাসের দাম বেড়ে গেছে কিন্তু কয়লার প্রজেক্ট আসবে৷ রামপাল, পায়রা, পারমানবিক বিদ্যুৎকেন্দ্র থেকে আসবে৷ পরিবেশবাদীরা কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে দিতে বলে৷ এরা কাদের হয়ে কথা বলে? জার্মানিতে পুরোনো পাওয়ার প্ল্যান্ট চালু করেছে৷ তাদের চেয়েও উন্নত মানের পাওয়ার প্ল্যান্ট আমাদের৷ আমেরিকা এ ধরনের প্ল্যান্ট বাড়াচ্ছে৷ বিলাতে বন্ধ করে দিছিলো, তারাও চালু করেছে৷ কয়লা বিদ্যুৎকেন্দ্র বন্ধের এ ধরনের কথাবার্তা যারা বলে তারা দেশকে পঙ্গু করার চেষ্টা করছে৷ শেখ হাসিনার দূরদর্শীতা তা হতে দেয়া যাবে না৷ আমরা দেশের মঙ্গলের জন্য কাজ করছি৷”

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “২০০৯ সালে চার হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো, এখন বারো হাজার মেগাওয়াট উৎপাদন হচ্ছে৷ এত সীমাবদ্ধতার পরও তিন থেকে চারগুন বেশি বিদ্যুৎ উৎপাদন হচ্ছে৷ বিএনপি মায়াকান্না করছে৷ পশ্চিমা দেশগুলো নিজেদের মধ্যে যুদ্ধ করে আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোর পেটে লাথি মারতেছে৷ তাদের মধ্যে ষড়যন্ত্র৷'

অবৈধ সংযোগ বন্ধের উদ্দেশ্যে তিতাস নারায়ণগঞ্জের ১৫টি স্থানে সিসি ক্যামেরা স্থাপন উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) মো. আমীর খসরু, পেট্রোবাংলার চেয়ারম্যান নাজমুল আহসান, বিকেএমইএ এর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম, জেলা ও উপজেলা জনপ্রতিনিধিরা ৷

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.