× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নারায়ণগঞ্জে অস্ত্র মামলায় নূর হোসেনের যাবজ্জীবন কারাদন্ড

নারায়ণগঞ্জ প্রতিনিধি

০৪ আগস্ট ২০২২, ০৪:৪০ এএম । আপডেটঃ ০৪ আগস্ট ২০২২, ১১:৪২ এএম

নারায়ণগঞ্জের আলোচিত সাতখুন মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি নূর হোসেনকে একটি অস্ত্র মামলার পৃথক দু’টি ধারায় যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রদান করেছেন আদালত৷ আজ দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাবিনা ইয়াসমিন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন৷

বিষয়টি নিশ্চিত করে আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর সালাহ্ উদ্দিন সুইট জানান, ২০১৪ সালের ১৫ মে দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইলে নূর হোসেনের স্টোররুমে অভিযান চালিয়ে একটি রিভলভার, আট রাউন্ড গুলি ও আটটি কার্তুজ উদ্ধার করে পুলিশ৷ এ বিষয়ে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(এ) ও ১৯(এফ) ধারায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়৷ তিনমাস পর আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা৷
তিনি আরও বলেন, এই মামলায় আসামি নূর হোসেনের বিরুদ্ধে চারজন সাক্ষী সাক্ষ্যপ্রদান করেন৷ সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এই মামলার একমাত্র আসামি নূর হোসেনকে অস্ত্র আইনের ১৯(এ) ধারায় সর্বোচ্চ সাজা যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ১৯(এফ) ধারায়ও সর্বোচ্চ সাজা যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রদান করেন৷ দু’টি সাজাই একসঙ্গে কারাভোগ করার আদেশ প্রদান করেন আদালত৷

পৃথক আরও একটি অস্ত্র ও মাদক মামলায় নূর হোসেনের বিরুদ্ধে আদালতে সাক্ষ্যগ্রহণ করা হয়েছে৷ অস্ত্র মামলায় একজন সিনিয়র সহকারী পুলিশ সুপার ও দুই জন কনস্টেবল সাক্ষ্য প্রদান করেছেন৷ মাদক মামলাটিতে একডৃপুলিশ কনস্টেবস সাক্ষ্য প্রদান করেছেন৷ ২৯ সেপ্টেম্বর এ দু’টি মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে বলে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর৷

এর আগে, সকালে আদালতের কার্যক্রমের জন্য কড়া নিরাপত্তার মধ্য দিয়ে নূর হোসেনকে কাশিমপুর কারাগার থেকে নারায়ণগঞ্জ জেলা আদালতে আনা হয়৷ পৃথক তিনটি মামলার রায় ও সাক্ষ্যগ্রহণ শেষে পুনরায় তাকে কাশিমপুর কারাগারের উদ্দেশ্যে নেওয়া হয় বলে জানান আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান৷

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.