× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রোহিঙ্গাদের কৃষি বাগান ও মাছের প্রজেক্ট দেখে মুগ্ধ স্বরাষ্ট্রমন্ত্রী

নোয়াখালী প্রতিনিধি

০৪ আগস্ট ২০২২, ০৯:১৬ এএম

নোয়াখালীর হাতিয়ার ভাসানচরে কৃষি বাগান-মাছের প্রজেক্ট দেখে মুগ্ধ হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। 


বৃহস্পতিবার (৪ আগস্ট) বিকেলে এনজিও ব্রাকের কৃষি বাগান-মাছের প্রজেক্ট পরিদর্শন করেন। 

এসময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভাসানচর নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যের স্থান। এখানে রোহিঙ্গাদের কৃষিকাজে সফলতা আসছে। রোহিঙ্গাদের জন্য দেওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবন ধারণের উপকরণ সমূহ কাজে এসেছে। 
নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান এসব তথ্য নিশ্চিত করে বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গাদের কৃষি বাগান-মাছের প্রজেক্ট দেখে মুগ্ধ হয়েছেন এবং রোহিঙ্গারা যেনো বেশি বেশি কৃষি কাজ করেন সেজন্য উৎসাহিত করেন।

নোয়াখালী জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বলেন, মন্ত্রীমহোদয় ১ টা ১০ মিনিটে হেলিকপ্টারে ভাসানচর আসেন। তারপর মেঘনা কটেজে অবস্থান করেন। সেখানে কোস্টগার্ডের ভাসানচর ক্যাম্প এলাকাটি ড্রোনের মাধ্যমে নিরীক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন। এরপর মেঘনা কটেজের পাশে  বৃক্ষরোপণ করেন।

শহীদুল ইসলাম আরও বলেন, মেঘনা কটেজ থেকে ভাসানচর কোস্টগার্ড ষ্টেশনের উদ্দেশ্য রওয়ানা করেন এবং বিসিজি ব্যারাক পরিদর্শন করেন। এরপর এনজিও ব্রাক এর কৃষিজ বাগান এবং মাছের প্রজেক্ট পরিদর্শন করেন। তারপর ৪ টা ২৮ মিনিটে ভাসানচর হতে হেলিকপ্টার যোগে চট্টগ্রামের উদ্দেশ্য রওয়ানা করেন।

এ সময় কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল আশরাফুল হক চৌধুরী, ভাসানচরের পিডি এম. রাশেদ সাত্তার, নোয়াখালীর জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, পুলিশ সুপার মো. শহীদুল ইসলামসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.