× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মিয়ানমারে গণতন্ত্র দেখতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

০৪ আগস্ট ২০২২, ০৯:৪৮ এএম । আপডেটঃ ০৪ আগস্ট ২০২২, ০৯:৪৯ এএম

মিয়ানমারে গণতন্ত্র দেখতে চায় বাংলাদেশ। কারণ, সেখানে গণতান্ত্রিক প্রক্রিয়া প্রতিষ্ঠার জন্য অনেক ছাড় দিয়েছে ঢাকা। বৃহস্পতিবার (৪ আগস্ট) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম  নিজ দফতরে সাংবাদিকদের একথা বলেন।

মিয়ানমারে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সফরের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘অন্যকোনও দেশের অভ্যন্তরীণ বিষয়ে বাংলাদেশ মতামত রাখতে চায় না। আমাদের প্রতিবেশী দেশ মিয়ানমারে  গণতন্ত্রায়নের জন্য আমরা ছাড় দিয়েছি।’

আমরা চেয়েছি, অং সান সুচির মতো একজন নেতা আসুক বা অন্যকোনও নেতা আসুক এবং গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হোক বলে তিনি জানান।

‘মিয়ানমার সফরে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী একটি বার্তা দেবেন’, এমন আশা প্রকাশ করে শাহরিয়ার আলম বলেন, ‘এখন যারা ক্ষমতায় রয়েছে, তারা যে যুক্তিতেই ক্ষমতায় এসে থাকুক না কেন, তারা জনগণের চাহিদা পূরণ করবে। এটি আমরা আশা করি।’

তিনি বলেন, ‘একটি রাষ্ট্রকে, একটি সম্ভাবনাকে টুটি চেপে মেরে ফেলা— এটির পক্ষে কেউ মতামত দিতে পারে না। প্রতিবেশী হিসেবে আমরা চাই, মিয়ানমারের জনগণের দাবি প্রতিফলিত হোক এবং মিয়ানমারের মানুষ শান্তিতে থাকুক।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘তাদের দেশের সমস্যা আমাদের ওপরে যে প্রভাব ফেলে, সেটা আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি, ১০ লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার মধ্য দিয়ে।’

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.