× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যায় ৭ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক

১০ অক্টোবর ২০২২, ০২:৩৮ এএম । আপডেটঃ ১০ অক্টোবর ২০২২, ০৫:৫৫ এএম

ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান (শুভ্র) হত্যা মামলায় সাতজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া খালাস পেয়েছেন আরও ৯ আসামি।

সোমবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩–এর বিচারক মনির কামাল এ রায় দেন।
আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
দুই বছর আগে ২০২০ সালের ১৭ অক্টোবর মাসুদুর রহমানকে গৌরীপুর মধ্যবাজার পান মহালে রাতে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
এ ঘটনায় মাসুদুর রহমানের ছোট ভাই আবিদুর রহমান বাদী হয়ে গৌরীপুর থানায় হত্যা মামলা করেন। গত বছরের ২৭ এপ্রিল এ হত্যায় জড়িত থাকার অভিযোগে ১৯ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। আর গত ২৬ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাত আসামি হলেন ময়মনসিংহের মইলাকান্দা ইউনিয়নের চেয়ারম্যান রিয়াদ উজ্জামান , গৌরীপুরের ছাত্রদলের নেতা সাকিব আহমেদ, স্থানীয় স্বেচ্ছাসেবক দলের নেতা মোজাম্মেল হক, খাইরুল ইসলাম, মাঈন উদ্দিন, রুহুল আমিন ও শরীফুল ইসলাম নাঈম।
আর যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া তিনজন হলেন মাসুদ পারভেজ, ছাত্রদলের শরীয়তউল্লাহ সুমন ও যুবদলের রাসেল মিয়া।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.