× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শ্রমিক কল্যাণ তহবিলে ১৫ কোটি ৭৩ লাখ টাকা লভ্যাংশ জমা দিলো বিএটি

নিজস্ব প্রতিবেদক

৩০ অক্টোবর ২০২২, ১০:২৭ এএম

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ১৫ কোটি ৭৩ লাখ টাকা লভ্যাংশ জমা দিয়েছে বৃটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি) বাংলাদেশ। 

রোববার (৩০ অক্টোবর) সচিবালয়ে প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেন বিএটি বাংলাদেশ প্রতিনিধি দলের তিন সদস্য। এসময় ১৫ কোটি ৭৩ লাখ ৭৭ হাজার ৩০০ টাকার চেক প্রতিমন্ত্রীর হাতে তুলে দেন তারা। 

বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী, কোম্পানির নিট লাভের শতকরা পাঁচ ভাগের এক দশমাংশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে জমা দেয়ার বিধান রয়েছে। 

এখন পর্যন্ত দেশি-বিদেশি এবং বহুজাতিক মিলে ২৯৮টি কোম্পানি এ তহবিলে নিয়মিত লভ্যাংশ দিচ্ছে। মোট জমার পরিমাণ ৭৬৮ কোটি টাকার বেশি।

এ তহবিল থেকে প্রাতিষ্ঠানিক, অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের কর্মস্থলে দুর্ঘটনাজনিত মৃত্যু, আহত, দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত এবং তাদের মেধাবী সন্তানের উচ্চশিক্ষায় সহায়তা দেয়া হয়। এখন পর্যন্ত ১৫,২৩৭ শ্রমিককে এখান থেকে প্রায় ৬৬ কোটি টাকা দেয়া হয়েছে।

শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল গঠনের পর দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে বিএটি বাংলাদেশ লভ্যাংশের নির্দিষ্ট অংশ দিয়ে আসছে। গত ১০ বছরে এ তহবিলে সর্বমোট ৮৪ কোটি ৯৯ লাখ ১৯ হাজার ৭ ৭০ টাকা দিয়েছে বিএটি।

এ বছর দেয়া লভ্যাংশ ১৫ কোটি ৭৩ লাখ ৭৭ হাজার ৩০০ টাকা। গত অর্থবছরের তুলনায় যা প্রায় ৪ কোটি ৬৩ লাখ ৭৬ হাজার টাকা বেশি।

চেক প্রদান অনুষ্ঠানে সচিব মো. এহছানে এলাহী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মোল্লা জালাল উদ্দিন, যুগ্ম সচিব মো. মহিদুর রহমান, বিএটি’র এক্সটার্নাল অ্যাফেয়ার্স প্রধান শেখ শাবাব আহমেদ এবং কনসালট্যান্ট আখতার আনোয়ার খানসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.