× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দেশব্যাপী পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

১৮ ডিসেম্বর ২০২২, ০৫:২৭ এএম

‘সময়মতো নিলে পরিবার পরিকল্পনা পদ্ধতি, শিশু ও মাতৃস্বাস্থ্যের হবে উন্নতি’ এই প্রতিপাদ্যে প্রতি বছরের মতো এবারও দেশব্যাপী পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ-২০২২ উদযাপন করা হচ্ছে। 

গতকাল শনিবার (১৭ ডিসেম্বর) এ উপলক্ষে পরিবার পরিকল্পনা অধিদপ্তর কর্তৃক মাতৃ ও শিশু স্বাস্থ প্রশিক্ষণ প্রতিষ্ঠান (এমসিএইচটিআই) ঢাকার মিরপুরের লালকুঠিতে আলোচনা ও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. সাইফুল হাসান বাদল।

পরিবার পরিকল্পনা অধিদপ্তারের মহাপরিচালক (গ্রেড-১) সাহান আরা বানুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহাপরিচালক নিপোর্ট এবং মহাপরিচালক নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর। 

এছাড়া মন্ত্রণালয়ের উচ্চ পদস্থ কর্মকর্তা এবং অধিদপ্তরের পরিচালক ও লাইন ডাইরেক্টর, উপপরিচালকসহ আমন্ত্রিত অন্যান্য ব্যক্তিবর্গ, উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা এবং গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।  

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.