× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঢাকার তাপমাত্রা কমল ১.৬ ডিগ্রি

নিজস্ব প্রতিবেদক

০৫ জানুয়ারি ২০২৩, ০১:৫৭ এএম

২৪ ঘণ্টার ব্যবধানে রাজধানী ঢাকার তাপমাত্রা ১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস কমেছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকালে আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া ঢাকা পোস্টকে এ তথ্য জানান।

তিনি জানান, সকালে রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস কর্ড করা হয়েছে। যা গতকাল ছিল ১৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। 

এছাড়া আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে, ৯ ডিগ্রি সেলসিয়াস। আগামী দুইদিন রাজধানীর তাপমাত্রা আরও কমবে বলে জানান তিনি। সেই সঙ্গে কুয়াশা পরিস্থিতিও বর্তমান অবস্থার মতো থাকবে।

আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ বলেন, ঢাকা, খুলনা, রংপুর ও রাজশাহীর তাপমাত্রা প্রতিদিনই কমছে। এসব অঞ্চলের তাপমাত্রা কমার পাশাপাশি মাঝারি থেকে ঘন কুয়াশা অব্যাহত রয়েছে। এসব অঞ্চলে আগামী দুইদিনের মধ্যে কুয়াশার প্রবণতা কমে যাবে। এর ফলে সূর্যের আলো দেখা যাবে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.