× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সুশাসন প্রতিষ্ঠায় দুর্নীতি ও দলবাজি মোকাবেলা করতে হবে: ইনু

২৫ মার্চ ২০২২, ২৩:৫৯ পিএম

দেশে সুশাসন প্রতিষ্ঠায় দুর্নীতি ও দলবাজি প্রচণ্ডভাবে মোকাবিলা করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকের করা প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

ইনু বলেন, ‘…সুশাসনের বাংলাদেশ গড়তে হবে। সুশাসনের বাংলাদেশ গড়তে হলে আমাদেরকে দুর্নীতির সমস্যা, দলবাজির সমস্যা প্রচণ্ডভাবে মোকাবিলা করতে হবে।’

‘এ জন্য অসমতা এবং দারিদ্র্যকে মোকাবিলা করতে হবে। তাই আমি মনে করি একটি বৈষম্য এবং দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হলে সমাজতান্ত্রিক অর্থনীতির পথই অনুসরণ করা দরকার। সুশাসনের পথই অনুসরণ করা দরকার।’

এর আগে দলের নেতা-কর্মীদের নিয়ে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন ইনু।

মহান স্বাধীনতা দিবসে ভোর ৫টা ৫৬ মিনিটে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। এর পরপরই শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন ও রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে সব স্তরের মানুষের জন্য খুলে দেয়া হয় শহীদ মিনার প্রাঙ্গণ।


Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.