× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বঙ্গবন্ধু রেলসেতুতে ট্রেন চলবে ২০২৪ সালে

নিজস্ব প্রতিবেদক

২৩ এপ্রিল ২০২২, ০৭:৪৮ এএম । আপডেটঃ ২৩ এপ্রিল ২০২২, ০৭:৪৮ এএম

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। ছবি- সংগৃহীত

আগামী ২০২৪ সালের মধ্যেই বঙ্গবন্ধু রেল সেতুর নির্মাণকাজ শেষ হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। 

আজ শনিবার (২৩ এপ্রিল) দুপুরে সিরাজগঞ্জ পৌর এলাকার রায়পুর রেল স্টেশন পরিদর্শনের পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, সেতুর কাজ ইতোমধ্যে ৪১ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। নির্ধারিত সময়ে কাজ শেষ করতে দ্রুত গতিতে কাজ চলছে।

তিনি বলেন, ভারতীয় ঋণে চলতি বছরেই সিরাজগঞ্জ-বগুড়া রেলপথ নির্মাণকাজের শুরু হবে। এজন্যে টেন্ডার প্রক্রিয়াধীন আছে। এ রেলপথ নির্মাণ হলে উত্তরাঞ্চলের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের রেল যোগাযোগ সহজ হবে।’

সিরাজগঞ্জ-বগুড়া রেলপথের স্টেশন ও জংশনের জন্য নির্ধারিত স্থান দেখতে রায়পুর ও কালিয়া হরিপুরের দুটি স্টেশন পরিদর্শন করেন রেলমন্ত্রী।

এ সময় সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কেএম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস ছামাদ তালুকদার, সহ-সভাপতি আবু ইউসুফ সূর্য প্রমুখ উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.