× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

১৪৩ কোটি টাকার মালামাল জব্দ

০৫ মে ২০২২, ০৪:৩৫ এএম

গত এপ্রিল মাসে অভিযান চালিয়ে ১৪৩ কোটি এক লাখ ২৮ হাজার টাকার চোরাচালান পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্য সামগ্রী, অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্য জব্দ করতে সক্ষম হয়েছে বিজিবি।

বৃহস্পতিবার (৫ মে) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জব্দ হওয়া মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ১৫ লাখ ৯৩ হাজার ২০৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৩ কেজি ১৯২ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ৭ কেজি ১৫০ গ্রাম হেরোইন, ৪ কেজি আফিম, ২২ হাজার ৮৫৪ বোতল ফেনসিডিল, ১০ হাজার ৩৮৬ বোতল বিদেশি মদ, ৪ হাজার ৬০৮ ক্যান বিয়ার, ২ হাজার ৫৭১ কেজি গাঁজা, ৫০ হাজার ১০২টি ইনজেকশন, ৫ হাজার ৪৪টি ইস্কাফ সিরাপ, ৫৬৭ বোতল এমকেডিল/কফিডিল, ২ লাখ ৬৩ হাজার ৫১৬ পিস বিভিন্ন প্রকার ওষুধ, ২৫ হাজার ৬০৫টি এ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট, ২ বোতল এলএসডি ও ৮৬ হাজার ১৬৩টি অন্যান্য ট্যাবলেট।

জব্দ হওয়া অন্যান্য দ্রব্যের মধ্যে রয়েছে- ১৫ কেজি ৯৫৪ গ্রাম স্বর্ণ, ২৬ কেজি রূপা, ৩ লাখ ১০ হাজার ৩০টি কসমেটিক্স সামগ্রী, ৪৪ হাজার ২৪০টি ইমিটেশন গহনা, ২০ হাজার ৫১টি শাড়ি, ৪ হাজার ৫৮৩টি থ্রিপিস/শার্টপিস/চাদর/কম্বল, ১ হাজার ২০৬টি তৈরি পোষাক, ২ হাজার ৯২৫ ঘনফুট কাঠ, ৭ হাজার ২৮ কেজি চা পাতা, ৩০ হাজার ৪৫০ কেজি কয়লা, ৩টি কষ্টি পাথরের মূর্তি, ১৪টি ট্রাক/কাভার্ডভ্যান, ৫টি প্রাইভেটকার/মাইক্রোবাস, ৮টি পিকআপ, ২৭টি সিএনজি/ইজিবাইক ও ৭৩টি মোটরসাইকেল।

বিজিবির অভিযানে ২টি পিস্তল, ৪টি গান, ২১ রাউন্ড গুলি ও ৩ কেজি ৪০০ গ্রাম গান পাউডারও উদ্ধার হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এছাড়াও সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২৫১ জন চোরাচালানীকে ও অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ১৪৫ জন বাংলাদেশি নাগরিক ও ৯ জন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.