× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পাইকগাছায় লবণ পানিতে ঘের নয়ঃ আক্তারুজ্জামান বাবু

পাইকগাছা প্রতিনিধি

১২ জানুয়ারি ২০২২, ০৫:৫৭ এএম

সকল কল্পনার অবসান ঘটিয়ে খুলনার পাইকগাছায় সাদা সোনা খ্যাত লবণ পানিতে চিংড়ি চাষ বন্ধ করে মিষ্টি পানিতে বাগদা চিংড়ির চাষ করতে হবে। এছাড়াও উপজেলার বিভিন্ন ২০ একরের নীচে সকল খাল উম্মুক্ত করা হবে। বুধবার পাইকগাছায় চিংড়ি চাষী সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময়ক কালে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন খুলনা ৬ আসনের এমপির আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু।

উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, ওসি জিয়াউর রহমান জিয়া,উপজেলা চিংড়ী চাষি সমিতির উপদেষ্টা উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, ভাইস চেয়ারম্যান শিহাব উদ্দীন ফিরোজ বুলু, উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস,উপজেলা পানি উন্নয়ণ বোর্ডের শাখা কর্মকর্তা  রমিত হোসেন মনি,মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান,সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, সম্পাদক গোলাম কিবরিয়া রিপন,পৌর প্যানেল মেয়র শেখ মাহবুবুর রহমান রজ্ঞু,ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ,কেএম আরিফুজ্জামান তুহিন,শেখ জিয়াদুল ইসলাম, রিপন কুমার মন্ডল,কাজল কান্তি বিশ্বাস,জিএম আব্দুস সালাম কেরু।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ দাউদ শরীফ, আবুল বাশার বাবু সরদার, নির্মল মজুমদার,আবু সাঈদ কালাই,মনোহর চন্দ্র সানা,আবুল হোসেন এমএম আজিজুল হাকিম ও আব্দুল্লাহ আল মামুন। সভায় সকল চিংড়ি ঘের সংলগ্ন ওয়াপদা ও কেয়ারের রাস্তা বাদে বিকল্প বাঁধ দিয়ে চিংড়ি চাষ করতে চাষীদের উদ্দেশ্যে বলা হয়। যাতে রাস্তা সু-রক্ষা হবে। স্লুয়েজ গেট সংস্কারসহ সংলগ্ন খাল খনন পানি সরবরাহের সু- ব্যাবস্থা ও ধান চাষের উপর গুরুত্ব আরোপ করা হয়।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.