× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মীরসরাইয়ে আন্তঃজেলা ডাকাতদলের ৯ সদস্য গ্রেফতার

মীরসরাই প্রতিনিধি

২০ জানুয়ারি ২০২২, ০৭:২০ এএম । আপডেটঃ ২০ জানুয়ারি ২০২২, ০৯:৫৬ এএম

মীরসরাই থানায় পুলিশের সাড়াশি অভিযানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডাকাতি,চুরি, ছিনতাই সংঘবদ্ধ আন্ত:জেলা ডাকাত দলের চিহ্নিত ৯ সদস্যকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার  আটককৃতদের আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে।

মীরসরাই থানা সূত্রে জানা যায়, তারা বিভিন্ন সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রী বেশে ছিনতাই এবং মহাসড়কে রড মেরে গাড়ি ডাকাতি করত। গ্রেফতারকৃতরা হচ্ছে সীতাকুণ্ড উপজেলার মধ্যম সলিমপুর গ্রামের  সেকান্ডার মিয়া ছেলে মিজানুর রহমান (প্রকাশ সাদ্দাম) (২৩), মীরসরাই উপজেলার পূর্ব হাইতকান্দি এলাকার রবিউল হোসেন এর ছেলে আরাফাত হোসেন (রনি) (২৩), চট্টগ্রামে ফি-বোড এলাকার  মো: ওসমান এর ছেলে তুষার(২২), সীতাকুণ্ড উপজেলার দক্ষিণ ছলিমপুর এলাকার ফরিদুল আলম ছেলে মোঃ শহিদ(২৩), চট্টগ্রাম কালুশাহ এলাকায় মৃত্য বজলুল হকের ছেলে মোঃ বক্কর(২৬), বাবাড়িয়া কসবা এলাকার জসিম উদ্দিনের ছেলে মোঃ মহসিন (২৩), ভাটিয়ারী হাতেম পাড়া এলাকার মোঃ রফিক এর ছেলে রবিউল হোসেন (২৪), কুমিল্লার নাঙ্গলকোট এলাকায় মোঃ ইউসুফ ছেলে রাকিব হোসেন (২০)  ও লক্ষীপুরের চন্দগঞ্জ এলাকার আব্দুর রাজ্জাক ছেলে মাসুদুর রহমান (২৩) সহ ছিনতাই হওয়া একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা মীরসরাই থানায় তদন্ত কর্মকর্তা অলি উল্লাহ জানান, মীরসরাই এসপি সার্কেল লাবিব আব্দুল্লাহ দিক নির্দেশনা ও মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুজিবুর রহমান সার্বিক তত্ত্বাবধানে নিজামপুর পুলিশ ফাঁড়ি ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকী নেতৃত্বে তথ্যপ্রযুক্তির মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চিহ্নিত আন্ত:জেলা ডাকাতদলের ৯ সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হই। তাদের  বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় অসংখ্য মামলা রয়েছে।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.