× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভারতীয় প্রতিনিধিদল

তাহেরপুরের গোবিন্দ মন্দির পরিদর্শন করবেন

রাজশাহী প্রতিনিধি

১৯ ফেব্রুয়ারি ২০২২, ০৮:১৮ এএম

রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুরের ঐতিহ্যবাহী গোবিন্দ মন্দির পরিদর্শন করবেন ভারতীয় প্রতিনিধিদল। প্রচলিত রয়েছে ভারত উপমহাদেশের সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের প্রথম শারদীয় দূর্গোৎসবের প্রচলন করেন তাহেরপুরের তৎকালীন রাজা কংস নারায়ণ রায় বাহাদুর। প্রায় সাড়ে পাঁচ শত বছর আগে রাজা কংস নারায়ণ রায় বাহাদুর তাহেরপুর রাজবাড়ীতে শ্রী শ্রী দুর্গা মাতা মন্দির থেকে শারদীয় দুর্গা পূজা শুরু করেন। দূর্গা পূজা এবং রাজার সেই ইতিহাসকে স্মরণীয় করে রাখতে বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক ব্যক্তিগত উদ্যোগে রাজার সেই মন্দিরে স্থাপন করেছেন অষ্টধাতু দিয়ে ব্রোঞ্জ এর তৈরি প্রতীমা।

আগামী ২৫-২৮ ফেব্রæয়ারি রাজশাহীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে "বাংলাদেশ-ভারত ৫ম সাংস্কৃতিক মিলনমেলা-২০২২"। মিলনমেলায় আগত ভারতীয় অতিথিগণ ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি’র আমন্ত্রণে আগামী ২৮ ফেব্রæয়ারি সকালে তাহেরপুরের সেই গোবিন্দ মন্দির এবং ভারতীয় উপমহাদেশের প্রথম শারদীয়  দুর্গামন্দির স্থল পরিদর্শন করবেন। ভারতীয় প্রতিনিধিদলের মন্দির পরিদর্শন উপলক্ষে ধুয়েমুছে পরিস্কার করা হচ্ছে মন্দিরটি। প্রতিনিধিদলের সামনে তুলে ধরা হবে রাজা কংস নারায়ণ রায় বাহাদুরের ইতিহাস।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.